ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থায় (এনবিএফসি) বিদেশি লগ্নির পথ আরও প্রশস্ত করল কেন্দ্র। বুধবার ‘অন্যান্য আর্থিক পরিষেবা’য় (আদার ফিনান্সিয়াল সার্ভিসেস) সরাসরি বিদেশি প্রত্যক্ষ লগ্নিতে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে শর্ত হল, তার জন্য সংস্থাগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক ও সেবির মতো নিয়ন্ত্রকের আওতায় থাকতে হবে। উল্লেখ্য, এনবিএফসি-র ১৮টি ব্যবসায় (মার্চেন্ট ব্যাঙ্কিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, স্টক ব্রোকিং, ফিনান্সিয়াল কনসালট্যান্সি ইত্যাদি) ইতিমধ্যেই ১০০ শতাংশ বিদেশি লগ্নি আসতে পারে সরাসরি। এ বার সেই তালিকায় যুক্ত হল আদার ফিনান্সিয়াল সার্ভিসেসও।