গ্রামে ল্যান্ডলাইন ফোন দিতে বিএসএনএল-এর দীর্ঘদিনের বকেয়া ভর্তুকি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
কেন্দ্রের প্রধান মুখপাত্র ফ্রাঙ্ক নোরোনহা বুধবার টুইটারে বলেছেন, ‘‘গ্রামে ওয়্যারলাইন পরিষেবার জন্য বিএসএনএল-কে যে ১,২৫০ কোটি টাকার আর্থিক বোঝা বহন করতে হয়েছিল, সেই ভর্তুকি অনুমোদন করেছে মন্ত্রিসভা।’’ ওই ভর্তুকি ‘ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড’ থেকে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
২০০২-এর ১ এপ্রিলের আগে গ্রামীণ এলাকায় ওই ল্যান্ডলাইন পরিষেবা চালু হয়েছিল। এ জন্য পরবর্তী কালে যে আর্থিক বোঝা বিএসএনএল-কে বইতে হত, তা ২০১১-এর ১৭ জুলাই পর্যন্ত মিটিয়ে দেয় টেলিকম দফতর। এরপর ট্রাই হিসেব কষে জানায়, ২০১১-এর ১৭ জুলাই থেকে ভর্তুকির অঙ্ক হবে ১৫০০ কোটি টাকা। এবং ২০১২-এর ১৮ জুলাই থেকে তা হবে ১২৫০ কোটি। ১৫০০ কোটি টাকা আগেই পেয়েছিল বিএসএনএল। আজ বাকি টাকাটাও অনুমোদন করল কেন্দ্র।