সাইপ্রাস থেকে ভারতে আসা লগ্নিকে করের আওতায় আনার জন্য নতুন চুক্তি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। জুনের শেষেই দু’টি দেশ এ ব্যাপারে নীতিগত ভাবে একমত হয়েছিল।
মরিশাসের সঙ্গে চুক্তির ধাঁচেই ২০১৭ সালের ১ এপ্রিল থেকে ভারতে ব্যবসা করা সাইপ্রাসের সংস্থার শেয়ার হস্তান্তরে বসবে মূলধনী লাভকর। ফলে নিয়মের গণ্ডিতে আসবে কর এড়ানোর স্বর্গরাজ্য বলে পরিচিত সাইপ্রাসও। ১৯৯৪ সালের চুক্তি অনুযায়ী, সংস্থা বা লগ্নিকারী সাইপ্রাসের হলে ভারতে কর এড়ানো যেত। তবে বিদেশি লগ্নিকারীদের স্বস্তি দিতে ২০১৭-র ১ এপ্রিলের আগে করা লগ্নিতে মূলধনী লাভ হয়ে থাকলেও কর বসবে না, যে সুবিধা দেওয়া হয়েছে মরিশাসকেও। এই দ্বৈত কর প্রতিরোধ চুক্তির লক্ষ্য, এ ধরনের লেনদেনকে করের আওতায় এনে কালো টাকায় রাশ টানা।