—প্রতীকী চিত্র।
রাখির সময় গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর পরেই কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল, ৭৫ লক্ষ নতুন গরিব পরিবারকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাসের সংযোগ দেওয়া হবে। আজ মন্ত্রিসভা এ জন্য ১৬৫০ কোটি টাকা মঞ্জুর করেছে।
এখনও পর্যন্ত উজ্জ্বলায় নিখরচার সংযোগ পেয়েছে ৯.৬ কোটি পরিবার। ২৯ অগস্ট সিদ্ধান্ত হয়, তিন বছরে আরও ৭৫ লক্ষ পরিবারকে তা দেওয়া হবে। তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিংহ ঠাকুর জানিয়েছেন, প্রতিটি পরিবারকে
বিনামূল্যে সংযোগ দিতে ২২০০ টাকা করে খরচ হবে। এর মধ্যে দুই বার্নারওয়ালা স্টোভ ও প্রথম সিলিন্ডারের খরচ ধরা থাকে। প্রাথমিক ভাবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা তা বহন করবে। কেন্দ্র পরে দিয়ে দেবে।
অনুরাগ জানান, প্রথমে গ্যাসের সংযোগ পেতে গেলে সাধারণত টাকা জমা দিতে হয়। উজ্জ্বলায় গ্যাসের সংযোগে সেই টাকা দিতে হবে না। তা নিখরচায় মিলবে। কেন্দ্রের ব্যাখ্যা, ৯.৬ কোটি পরিবারকে নিখরচায় সংযোগ দেওয়ার পরেও কিছু পরিবার বাকি রয়েছে। কারণ জনসংখ্যা বাড়ছে। নতুন পরিবার তৈরি হচ্ছে। বিয়ে, অন্য শহরে কাজ করতে যাওয়া এবং ছোট পরিবার তৈরির ফলেও নতুন পরিবার তৈরি হয়েছে। প্রত্যন্ত এলাকায় বসবাসকারী একাংশও বাকি রয়েছে। তাই তিন বছরে ৭৫ লক্ষ পরিবারকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে। ৩১ অগস্ট পর্যন্ত হিসেবে ১৫ লক্ষ নিখরচায় গ্যাসের সংযোগের আর্জি সরকারের কাছে জমা পড়েছে।