Union Budget

দিশা নেই, তোপ গর্গের

গর্গের মতে, পরিকাঠামোয় লগ্নির ক্ষেত্রে সরকার গুরুত্ব দিয়েছে সড়ক, রেল এবং মেট্রোর মতো ক্ষেত্রে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫০
Share:

সুভাষচন্দ্র গর্গ।

ঝিমিয়ে থাকা অর্থনীতিকে চাঙ্গা করার কোনও দিশা স্পষ্ট করে বাজেটে বলা নেই বলে তোপ দাগলেন প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ। আর্থিক কর্মকাণ্ড বাড়িয়ে বৃদ্ধিতে গতি আনতে সরকারি ব্যয় বাড়ানোর কথা বারবারই বলছেন বিশেষজ্ঞেরা। শনিবার এক ব্লগে গর্গ বলেন, ২০২০-২১ সালের বাজেটে খরচের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা অর্থনীতির হাল ফেরানোর পক্ষে যথেষ্ট নয়। সেই বরাদ্দ বৃদ্ধিকে টেনে তোলার কাজে সে ভাবে লাগবে না।

Advertisement

গর্গের মতে, পরিকাঠামোয় লগ্নির ক্ষেত্রে সরকার গুরুত্ব দিয়েছে সড়ক, রেল এবং মেট্রোর মতো ক্ষেত্রে। কিন্তু এই সব ক্ষেত্রে পরের অর্থবর্ষে যে বরাদ্দ ধরা হয়েছে, মূল্যবৃদ্ধি বাদ দিলে তা আসলে ৮%-১০% কম। দেখতে গেলে একই ভাবে শিল্প ও পরিষেবা ক্ষেত্রে ব্যয় বরাদ্দেও সে ভাবে কোনও বদল হয়নি। পিএম কিসান, মনরেগার মতো প্রকল্প অথবা গ্রামাঞ্চলে রাস্তা, বাড়ি, শৌচাগার তৈরি এবং রান্নার গ্যাস, বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়ার প্রকল্পগুলিতে বরাদ্দ ধরা হয়েছে ঠিকই। কিন্তু সব মিলিয়ে অর্থনীতিতে প্রাণ সঞ্চার করার মতো নতুন কোনও ব্যবস্থা বাজেটে নেওয়া হয়নি বলেই তাঁর দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement