রেডমি ৭-এ পাওয়া যাবে জুলাই মাস থেকে। ছবি: টুইটার
ক্যাচলাইনটা খুব স্মার্ট— ‘স্মার্ট দেশের স্মার্টফোন’। এ ভাবেই বাজারে আসছে রেডমি ৭-এ। এর আগে রেডমি ৪-এ, ৫-এ, ৬-এ বাজারে এসেছে। তাদের নয়া মডেল রেডমি ৭-এ যে একই রকম উন্মাদনা ও চাহিদা তৈরি করতে পারবে, এ ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানিয়েছেন কোম্পানির এমডি মনুকুমার জৈন। টুইটারে নতুন এই ফোন লঞ্চের ঘোষণা করে তিনি লিখেছেন, ‘‘রেডমি ৭-এ আসছে, তার ঐতিহ্য বজায় রাখতে। রেডমি ফ্যানেরা কি আন্দাজ করতে পারছেন কবে আসবে এই ফোন?’’
কবে থেকে এই ফোন বাজারে পাওয়া যাবে তা ঘোষণা করা না হলেও আগামী মাসে রেডমি ‘কে ২’ ও ‘কে ২ প্রো’র সঙ্গেই লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। রেডমি ৭-এ ইতিমধ্যেই চিনের বাজারে বিক্রি শুরু হয়েছে। ওই মডেলের ২ জিবি ইন্টারন্যাল মেমোরি এবং ১৬ জিবি স্টোরেজের ফোনটির দাম সে দেশে ৫৪৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫ হাজার ৫১২টাকা। ৩ জিবি ভ্যারিয়েন্টের ফোনটি পাওয়া যাবে আনুমানিক ৮ হাজার টাকায়।
মনুকুমার জৈন টুইট করে জানিয়েছেন, গত এপ্রিলের হিসেব অনুযায়ী রেডমি ৪-এ, ৫-এ এবং ৬-এ— সব মিলিয়ে মোট ২ কোটি ৬০ লক্ষ ৩০ হাজারটি মোবাইল বিক্রি হয়েছে ভারতের বাজারে।
রেডমি ৭-এ-র বৈশিষ্ট্য—
• ৫.৪৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে।
• কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর থাকবে এই ফোনে।
• ২জিবি/৩জিবি র্যাম ও ১৬জিবি/৩২জিবি মেমরি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
• অ্যানড্রয়েডের ৯.০ ভার্সন পাওয়া যাবে এই ফোনে।
• ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে এই ফোনে।
• ডুয়েল সিম কার্ড স্লট থাকবে।
• এতে থাকবে শক্তিশালী ৪০০০ এমএএইচের ব্যাটারি।
রিয়েলমি ও ভিভো স্মার্টফোনের বাজারে প্রতিযোগী হলেও রেডমি-র জায়গা আজও সবার উপরেই রয়েছে। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের সমীক্ষা অনুযায়ী এই বছরের প্রথমার্ধে রেডমি প্রায় ৯০ লক্ষ ৮০ হাজার ফোন বিক্রি করেছে। এর ফলে রেডমি ভারতের সেরা স্মার্টফোন প্রস্তুতকারকের শিরোপা পেয়েছে।
আরও পড়ুন: শাওমি বাজারে আনছে নতুন স্মার্টফোন সিসি সিরিজ, ‘চিক অ্যান্ড কুল’