পরিকাঠামোয় রেকর্ড বরাদ্দ জেটলির

আর্থিক বৃদ্ধির চাকায় গতি আনতে গোড়া থেকেই দেশের পরিকাঠামোকে চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়ে আসছে নরেন্দ্র মোদীর সরকার। সেই লক্ষ্যের সঙ্গে সাযুজ্য রেখে ২০১৭-’১৮ সালের বাজেটে এই ক্ষেত্রের জন্য বরাদ্দ হল প্রায় ৩.৯৬ লক্ষ কোটি টাকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:০২
Share:

আর্থিক বৃদ্ধির চাকায় গতি আনতে গোড়া থেকেই দেশের পরিকাঠামোকে চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়ে আসছে নরেন্দ্র মোদীর সরকার। সেই লক্ষ্যের সঙ্গে সাযুজ্য রেখে ২০১৭-’১৮ সালের বাজেটে এই ক্ষেত্রের জন্য বরাদ্দ হল প্রায় ৩.৯৬ লক্ষ কোটি টাকা। যা একটি নজির বলে দাবি করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি জানিয়েছেন, এর হাত ধরে পরিকাঠামোর হাল ফিরলে দেশ জুড়ে আর্থিক কর্মকাণ্ড যেমন লাফিয়ে বাড়বে, তেমনই তৈরি হবে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ।

Advertisement

এই প্রথম সাধারণ বাজেটের সঙ্গে মিলিয়ে পেশ করা হয়েছে রেল বাজেট। এ দিন পরিকাঠামোয় মোট বরাদ্দের প্রায় ২.৪১ লক্ষ কোটিই পেয়েছে রেল, সড়ক, বিমান, জাহাজ-সহ পুরো পরিবহণ ক্ষেত্র। জেটলি জানান, বাজেট থেকে সরকারের বরাদ্দ ৫৫ হাজার কোটি ধরে আগামী অর্থবর্ষে রেলে মোট বিনিয়োগ ধার্য হয়েছে ১.৩১ লক্ষ কোটি।

এ দিন পরিকাঠামোয় জেটলির ঘোষিত প্রস্তাবগুলির মধ্যে অন্যতম—

Advertisement

• আগামী অর্থবর্ষেই ১.৫০ লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েত এলাকায় অপটিক্যাল ফাইবার কেব্‌ল মারফত দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়া এবং ডিজিটাল প্রযুক্তি মারফত টেলি-মেডিসিন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ব্যবস্থা করা।

• যাত্রী নিরাপত্তার লক্ষ্যে ৫ বছরে ১ কোটিতে রাষ্ট্রীয় ‘রেল সংরক্ষা কোষ’।

• ২০২০ সালের মধ্যে রক্ষীবিহীন লেভেল ক্রসিং (ব্রড গেজ) তুলে দেওয়া।

• ৫০০ স্টেশনে লিফ্‌ট ও এসকালেটর তৈরি এবং ২০১৯ সালের মধ্যে সব কোচে বায়ো-টয়লেট।

• কোচ সংক্রান্ত অভিযোগ ও চাহিদা নথিভুক্ত করতে ‘কোচমিত্র’ চালু।

• সরকারি-বেসরকারি উদ্যোগে (পিপিপি) দ্বিতীয় স্তরের শহরের নির্দিষ্ট কিছু বিমানবন্দর চালু ও উন্নয়ন।

• ২,০০০ কিমি-র উপকূলীয় সংযোগ সড়ক তৈরি ও উন্নয়ন।

• অশোধিত তেলের আরও দু’টি মজুত ভাণ্ডার তৈরি।

• রফতানি বাণিজ্যের পরিকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প চালু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement