জিও-কে টক্কর দিতে পাল্টা প্রকল্প আনল বিএসএনএল

টেলি পরিষেবা শিল্পে আরও জোরদার মাসুল-যুদ্ধ।রিলায়্যান্স জিও-র দিনে ১ জিবি ডেটার পাল্টা এ বার বিএসএনএল-এর ২জিবি। তবে জিও ৪জি পরিষেবা দিলেও, বিএসএনএল এই সুবিধা দিচ্ছে ৩জি-র আওতায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০২:৫৭
Share:

টেলি পরিষেবা শিল্পে আরও জোরদার মাসুল-যুদ্ধ।

Advertisement

রিলায়্যান্স জিও-র দিনে ১ জিবি ডেটার পাল্টা এ বার বিএসএনএল-এর ২জিবি। তবে জিও ৪জি পরিষেবা দিলেও, বিএসএনএল এই সুবিধা দিচ্ছে ৩জি-র আওতায়।

বৃহস্পতিবার বি এস এন এল জানিয়েছে, ৩৩৯ টাকার বিশেষ ‘ভাউচার’ ভরলে ২৮ দিন পর্যন্ত গ্রাহক ইচ্ছে মতো ডেটা ব্যবহার করতে পারবেন। দিনে ব্যবহারের মাত্রা ২জিবি করে। রয়েছে অন্য বিএসএনএল নম্বরে যত খুশি ও অন্য সংস্থার নম্বরে দিনে ২৫ মিনিট করে নিখরচায় ফোনের সুযোগও। এই সুবিধা মিলবে ৯০ দিন পর্যন্ত।

Advertisement

জিও বাজারে আসার পর থেকেই দেশের টেলি-শিল্পে মাসুল-যুদ্ধ শুরু হয়েছে। পুরনো সংস্থাগুলি জিও-র সঙ্গে পাল্লা দিতে বাধ্য হলেও শেষ পর্যন্ত কতটা দৌড়তে পারবে, তা নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে শিল্পমহলে।

জিও-র নিখরচার সুযোগ নিয়ে টিডিস্যাট: জিও-র নিখরচায় পরিষেবায় ট্রাইয়ের সায় দেওয়া নিয়ে আপত্তি তুলে টিডিস্যাটে স্থগিতাদেশের আর্জি জানিয়েছিল এয়ারটেল ও আইডিয়া। টিডিস্যাট তা মঞ্জুর না-করলেও ট্রাই-কে বিষয়টি ফের খতিয়ে দেখে তার মতামত দু’সপ্তাহের মধ্যে জানাতে বলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement