জিও-র ধাঁচেই চালু হবে নয়া মাসুল, দাবি বিএসএনএলের

টেলিকম শিল্পের দুনিয়ায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স-জিও। তা মেনে নিয়েই আগামী দিনে জিও-র সঙ্গে সামঞ্জস্য রেখে মাসুল হার চালুর ইঙ্গিত দিল রাষ্ট্রায়ত্ত বিএসএনএল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০২:০০
Share:

টেলিকম শিল্পের দুনিয়ায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স-জিও। তা মেনে নিয়েই আগামী দিনে জিও-র সঙ্গে সামঞ্জস্য রেখে মাসুল হার চালুর ইঙ্গিত দিল রাষ্ট্রায়ত্ত বিএসএনএল। কারণ প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে জিও-র মতো আগ্রাসী হওয়া ছাড়া উপায় নেই, জানিয়েছেন বিএসএনএলের সিএমডি অনুপম শ্রীবাস্তব।

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি মাসুল হারে নানা ছাড় দিয়েছে সংস্থা। ব্রডব্যান্ড পরিষেবায় ‘আকর্ষণীয়’ মাসুল দেওয়ার কথাও ঘোষণা করেছে। শ্রীবাস্তবের দাবি, ‘‘আমরা জিও-র সঙ্গে সামঞ্জস্য রাখতে পারব। কারণ আমরা আগে থেকেই এই ব্যবসায় রয়েছি। সংস্থার ল্যান্ডলাইন ও অপটিকাল ফাইবার রয়েছে। ব্রডব্যান্ড তা দিয়েই যায়। ফলে আমাদের আলাদা লগ্নি করতে হবে না।’’

কথা বলার মাসুল লাগবে না বলে যে-দাবি জিও করেছে, বিএসএনএল-ও কি তেমন ভাববে? সিএমডি বলছেন, দু’তিন মাস তাঁরা বাজারের পরিস্থিতি দেখবেন। তাঁর ইঙ্গিত, সে ক্ষেত্রে হয়তো মাসে একটা নির্দিষ্ট ভাড়া নিতে পারে সংস্থা। তবে আপাতত বাজারের নাড়ি বোঝাই তাঁদের লক্ষ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement