বি এস এন এল গ্রাহকদের জন্য

বিদেশে গেলে এ বার থেকে বিএসএনএল ল্যান্ডলাইনের সংযোগ ব্যবহার করেই মোবাইল থেকে ফোন করতে পারবেন গ্রাহক। একই ভাবে মোবাইলের সংযোগ ব্যবহার করে ফোন করা যাবে ল্যান্ডলাইন থেকেও।

Advertisement
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ০৩:১৯
Share:

বিদেশে গেলে এ বার থেকে বিএসএনএল ল্যান্ডলাইনের সংযোগ ব্যবহার করেই মোবাইল থেকে ফোন করতে পারবেন গ্রাহক। একই ভাবে মোবাইলের সংযোগ ব্যবহার করে ফোন করা যাবে ল্যান্ডলাইন থেকেও। আগামী ২ এপ্রিল থেকেই এই ‘এফএমটি’ ব্যবস্থা চালু করছে রাষ্ট্রায়ত্ত টেলি পরিষেবা সংস্থাটি। তাদের দাবি, এ জন্য বিশেষ অ্যাপ এনেছে তারা। যার সাহায্যে আইএসডি খরচ বাঁচিয়েই ফোন করতে পারবেন প্রিপেড বা পোস্টপেড গ্রাহক। তবে দিতে হবে মাসিক খরচ। সেই মাসুল হার অবশ্য এখনও স্থির হয়নি। তবে যে-সংযোগ ব্যবহার হচ্ছে, তার ভিত্তিতে ফোনের খরচ দিতে হবে। পাশাপাশি ল্যান্ডালাইনে প্রিপেড পরিষেবাও এনেছে সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement