এ বছরের শেষে পশ্চিমবঙ্গে ৪জি পরিষেবা চালু করতে চায় বিএসনএল।
সংস্থা সূত্রের খবর, দু’এক মাসের মধ্যে প্রথম পর্যায়ে দেশে বাছাই করা কিছু জায়গায় এই পরিষেবা চালুর জন্য যন্ত্রাংশ জোগানের দরপত্র নেওয়া ও বরাত দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সেই সব যন্ত্রাংশ এলে তা বসানো ও পরীক্ষা-নিরীক্ষা সেরে বছর শেষে কলকাতা ও পশ্চিমবঙ্গ সার্কেলে ৪জি চালুর ব্যাপারে আশাবাদী বি এস এন এলের ওই দুই শাখার কর্তারা।
এখন দেশ জুড়ে ‘ফেজ-৭’ প্রকল্পে ২জি ও ৩জি পরিষেবা উন্নত করার কাজ চালাচ্ছে সংস্থা। ২০১৭-’১৮ সালে প্রথম পর্যায়ে দেশের কিছু নির্দিষ্ট সার্কেলে ‘ফেজ-৮’ প্রকল্পে ২১০০ মেগাহার্ৎজ ব্যান্ডের স্পেকট্রামের মাধ্যমে ৪জি পরিষেবা চালু হওয়ার কথা। সরকারি সূত্রে খবর, এ জন্য প্রায় ১০ হাজার ‘নোড-বি’ যন্ত্রাংশ কিনবে সংস্থা। নোড-বি কার্যত চালু বিটিএস (বেস ট্রান্সিভার স্টেশন)-এর নামান্তর। সাধারণ ভাবে জিএসএম বা সিডিএমএ-র ২জি পরিষেবায় প্রয়োজনীয় পরিকাঠামো হল বিটিএস। ৩জি ও আরও উন্নত পরিষেবায় সেটিই নোড-বি বলে পরিচিত। অ্যান্টেনা-র মাধ্যমে বাতাসে মোবাইল পরিষেবার ‘সিগন্যাল’ ও তথ্য ছড়িয়ে দেওয়াই ওই দুই মূল পরিকাঠামোর কাজ। দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ হলে নির্বাচিত সংস্থাকে প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরির বরাত দেবে বিএসএনএল।
আরও পড়ুন: গ্রাহকদের জন্য প্রাইম অফারের সময় বাড়াতে চলেছে জিও
তবে ৪জি চালুর আগে কলকাতার কিছু জায়গায় ওয়াই-ফাই পরিষেবা দিতে ‘হট-স্পট’ গড়বে ক্যালকাটা টেলিফোন্স। কোথায় তা লাভজনক হবে তা চিহ্নিত করতে বড় বাড়ি, অফিস বা মলে সমীক্ষা চালাচ্ছে তারা।