BSE SENSEX

কিছুটা ঘুরে দাঁড়াল বাজার, ফিরল ১৩.২২ লক্ষ কোটি

সেনসেক্সকে ৪০০০ পয়েন্টের বেশি ঠেলে ফেলে দিয়েছিল মঙ্গলবার। যা ছিল চার বছরের বৃহত্তম দৈনিক ধস। বুধবার সূচক মাথা তুলল ২৩০৩.১৯ (৩.২০%)। পৌঁছল ৭৪,৩৮২.২৪ অঙ্কে। নিফ্‌টি-ও ৭৩৫.৮৫ (৩.৩৬%) উঠে হয়েছে ২২,৬২০.৩৫।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ০৯:০৪
Share:

—প্রতীকী চিত্র।

ভোটের ফল নিয়ে লগ্নিকারীদের প্রত্যাশায় ধাক্কা সেনসেক্সকে ৪০০০ পয়েন্টের বেশি ঠেলে ফেলে দিয়েছিল মঙ্গলবার। যা ছিল চার বছরের বৃহত্তম দৈনিক ধস। বুধবার সূচক মাথা তুলল ২৩০৩.১৯ (৩.২০%)। পৌঁছল ৭৪,৩৮২.২৪ অঙ্কে। নিফ্‌টি-ও ৭৩৫.৮৫ (৩.৩৬%) উঠে হয়েছে ২২,৬২০.৩৫। মঙ্গলবার ৩১ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ খুইয়েছিলেন লগ্নিকারীরা। এ দিন ফিরে পেলেন ১৩.২২ লক্ষ কোটি।

Advertisement

বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, এনডিএ-র শরিক দলগুলি সরকার গড়তে কথা শুরু করায় শেয়ার কেনেন লগ্নিকারীরা। বিশেষত বিজেপির নেতৃত্বাধীন জোটের শীর্ষ নেতাদের যেহেতু সরকার গঠনের খুঁটিনাটিতে জোর দিতে দেখা গিয়েছে। বিশেষজ্ঞ বিনয় আগরওয়াল বলছেন, বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় জোট নির্ভরতা বাড়লেও, রাজনৈতিক স্থিতিশীলতা আসা নিশ্চিত।

উপদেষ্টা মোতিলাল অসওয়ালের রিপোর্টে আশা, দ্বিতীয় দফায় সরকারের নেওয়া লগ্নি ভিত্তিক বৃদ্ধি, মূলধনী খরচ, পরিকাঠামো তৈরি বা উৎপাদনে জোর দেওয়ার মতো কর্মসূচি বহাল থাকবে। তবে কিছু বদল হতে পারে। বিজেপির ভোট কমার কারণ খতিয়ে দেখে গ্রামে সমস্যা মেটাতে জনমোহিনী পদক্ষেপও করা হতে পারে। জোট সহযোগী টিডিপি সরকার তৈরি নিয়ে শেয়ারে লগ্নিকারীদের আশ্বস্ত করতে বলেছে, তারা এনডিএ-র সঙ্গে রয়েছে। বাজারের নজরে রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement