—প্রতীকী চিত্র।
বেশ কিছু দিন বাদে আবার নতুন শিখরে পা রাখল শেয়ার সূচক। আট দিন ধরে লাগাতার ১৭০৯.৯৩ পয়েন্ট উঠে বৃহস্পতিবার সেনসেক্স নজিরবিহীন ভাবে এই প্রথম পৌঁছে গেল ৮২,১৩৪.৬১ অঙ্কে। নিফ্টি টানা ১১টি লেনদেনে উত্থান দেখার পরে এ দিন রেকর্ড গড়ে থিতু হয়েছে ২৫,১৫১.৯৫-এ।
এ দিন সেনসেক্স উঠেছে ৩৪৯.০৫। দিনের এক সময় অবশ্য ৫০০.২৭ পয়েন্ট এগিয়ে ৮২,২৮৫.৮৩-এর সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলেছিল। বাজারমহলের দাবি, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় এবং টাটা মোটরসের শেয়ার দর এ দিন সূচককে ঠেলে তুলেছে। চাঙ্গা ছিল বিদ্যুৎ এবং ভোগ্যপণ্য সংস্থাগুলির শেয়ারও।
তবে এত দিন ধরে নাগাড়ে বাজার ঊর্ধ্বমুখী থাকার কারণ হিসেবে বিশেষজ্ঞ আশিস নন্দী তুলে ধরছেন মূলত আমেরিকায় সুদ কমার সম্ভাবনাকে। যা লগ্নিকারীরা বিশেষ ভাবে উৎসাহিত করছে। আশিসের দাবি, সে দেশে সুদের হার কমলে বিদেশি লগ্নি সংস্থাগুলি ভারতে পুঁজি ঢালতে আরও বেশি আগ্রহী হবে। এই সুবিধা অন্যান্য দেশের তুলনায় ভারত বেশি পাবে। কারণ, এখানে আর্থিক বৃদ্ধির হার তাদের থেকে
অনেক বেশি।’’
যদিও একই সঙ্গে শেয়ারের দাম অনেক বেশি চড়ে রয়েছে বলে সতর্কও করেছেন তিনি। বলেছেন, ‘‘সংস্থার আয়-মুনাফা যদি শেয়ারের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তা হলে কিন্তু কোনও না কোনও সময় তা মুখ থুবড়ে পড়বে। যেটা বেশ কয়েকটি সংস্থার ক্ষেত্রে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সে ক্ষেত্রে আগামী দিনে বাজারে বিরাট বড় সংশোধন আসতে পারে। এটা মাথায় রেখেই সাধারণ বা ক্ষুদ্র লগ্নিকারীদের শেয়ার বাজারে পা ফেলতে হবে।’’