BSE SENSEX

সূচকে নজির, বাড়ছে ঝুঁকিও

মূলত ভোগ্যপণ্য এবং গাড়ি সংস্থার শেয়ারের চাহিদায় ভর করে মঙ্গলবার এই প্রথম সেনসেক্স পৌঁছল ৮০,৩৫১.৬৪ অঙ্কে। উত্থান ৩৯১.২৬ পয়েন্ট। নিফ্‌টি-ও ১১২.৬৫ উঠে থামল ২৪,৪৩৩.২০-তে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ০৫:০৮
Share:

—প্রতীকী চিত্র।

আরও উপরে উঠল বাজার। গড়ল নতুন নজির। মূলত ভোগ্যপণ্য এবং গাড়ি সংস্থার শেয়ারের চাহিদায় ভর করে মঙ্গলবার এই প্রথম সেনসেক্স পৌঁছল ৮০,৩৫১.৬৪ অঙ্কে। উত্থান ৩৯১.২৬ পয়েন্ট। নিফ্‌টি-ও ১১২.৬৫ উঠে থামল ২৪,৪৩৩.২০-তে। এর ফলে বিএসই-র সব শেয়ারেরমোট মূল্য দাঁড়িয়েছে রেকর্ড ৪৫১.২৭ লক্ষ কোটি টাকা। সংশ্লিষ্ট মহলের মতে, দেশের ভিতর-বাইরের নানা খবর চাঙ্গা রেখেছে সূচককে। জ্বালানি জুগিয়েছে বাজেট ঘিরে আশা। তবে অল্প আঘাতেই ধস নামার ঝুঁকি নিয়ে ক্ষুদ্র লগ্নিকারীদের সতর্ক করছে তারা।

Advertisement

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দীর মতে, এ সপ্তাহে আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ সুদ না কমালে বা তাতে দেরি হওয়ার বার্তা দিলে বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। লোকসভা ভোটে ধাক্কা খাওয়াকে মাথায় রেখে মোদী সরকার বাজেটে জনমোহিনী সিদ্ধান্ত নিলেও, তা ভাল ভাবে নেবেন না লগ্নিকারীরা। উপরন্তু শেয়ারে আগাম লেনদেনের বাড়বাড়ন্ত রুখতে কেন্দ্র বাজেটে পদক্ষেপ করলেও ধাক্কা খেতে পারে সূচক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement