ব্রিটেন সফরের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুটান যেতে পারেন। ভুটানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি সায় দিয়েছেন। শুক্রবার বেঙ্গল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অলক রায় এ কথা জানান। সম্প্রতি বেঙ্গল চেম্বারের ১৯ জনের প্রতিনিধিদল ভুটান ঘুরে এসেছেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বৈঠক করে এ রাজ্যের বিভিন্ন বাণিজ্যিক সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে বলে জানান অলকবাবু। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ভুটানের কনসাল জেনারেল দাশি কর্মা শেরিং নামগ্যাল জানান, বেঙ্গল চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে যোগ দিতে আগামী সেপ্টেম্বর মাসে ভুটানের প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন।