Business News

জিয়ো, ভোডাফোনের পর মাসুল বাড়ানোর ঘোষণা এয়ারটেলেরও, কার্যকর ৩ ডিসেম্বর থেকে

ভারতী এয়ারটেল সূত্রে জানা গিয়েছে, আনলিমিটেড কল ও ইন্টারনেট পরিষেবা নিতে এখন যে খরচ হয়, তা প্রতিদিনের হিসেবে ৫০ পয়সা থেকে ২ টাকা ৮৫ পয়সা পর্যন্ত বাড়তে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৫
Share:

কল ও ইন্টারনেটের মাসুল বাড়ানোর ঘোষণা এয়ারটেলের।

জিয়ো, ভোডাফোন-আইডিয়ার পর এবার ভারতী-এয়ারটেল। প্রিপেড পরিষেবায় ভয়েস কল ও ইন্টারনেটের মাসুল বাড়ানোর কথা ঘোষণা করল মোবাইল পরিষেবা প্রদানকারী এই সংস্থা। রবিবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩ ডিসেম্বর থেকেই নতুন এই হার কার্যকরী হবে। অর্থাৎ ২ ডিসেম্বর মধ্যরাতের পর থেকেই কল ও ইন্টারনেট পরিষেবার জন্য বেশি টাকা গুণতে হবে গ্রাহকদের।

Advertisement

ভারতী এয়ারটেল সূত্রে জানা গিয়েছে, আনলিমিটেড কল ও ইন্টারনেট পরিষেবা নিতে এখন যে খরচ হয়, তা প্রতিদিনের হিসেবে ৫০ পয়সা থেকে ২ টাকা ৮৫ পয়সা পর্যন্ত বাড়তে পারে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, এয়ারটেল থেকে অন্য নেটওয়ার্কে আনলিমিটেড কলের ক্ষেত্রে ‘ফেয়ার ইউসেজ পলিসি’ প্রয়োগ করা হবে। এর অর্থ, কলের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। তার পরে কল করলে অতিরিক্ত মাসুল দিতে হবে। সেই অঙ্ক হতে পারে মিনিটে ৬ পয়সা।

সংস্থার অভ্যন্তরীণ সূত্রে খবর, কল ও ইন্টারনেটের মাসুল প্রতিদিনের হিসেবে মাসুল ৫০ পয়সা থেকে ২টাকা ৮৫ পয়সা পর্যন্ত বাড়তে পারে। সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি, এই মাসুল বৃদ্ধির হার ৪২ শতাংশ।

Advertisement

মোবাইল পরিষেবায় মুকেশ অম্বানীর সংস্থা ‘রিলায়েন্স জিয়ো’র সঙ্গে টক্কর দিতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে অন্য সংস্থাগুলির। ভোডাফোনের সঙ্গে আইডিয়া যুক্ত হয়ে নতুন নাম হয়েছে ‘ভোডাফোন-আইডিয়া’। বর্তমানে বেসরকারি ক্ষেত্রে জিও ছাড়া ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলই টিকে আছে বাজারে। সরকারি পরিষেবা সংস্থা হিসেবে রয়েছে বিএসএনএল। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ইতিমধ্যেই মাসুল বাড়ানোর ঘোষণা করেছে ভোডাফোন। ভোডাফোনেরও নতুন মাসুল কার্যকর হচ্ছে ৩ ডিসেম্বর থেকেই। একই দিনে এয়ারটেলও তাদের মাসুলবৃদ্ধির ঘোষণা করল।

আরও পডু়ন: চিৎকার বন্ধ করতে চিকিৎসকের মুখে ঢালা হয়েছিল মদ! তেলঙ্গানায় ধর্ষণকাণ্ডে বিস্ফোরক তথ্য

অন্য দিকে জিয়ো ইতিমধ্যেই মাসুল বাড়িয়েছে। ট্যারিফ প্ল্যান এবং অন্য নেটওয়ার্কে কল রেট বাড়িয়েছে। এ বার ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেলও একই পথে হাঁটায়, তিন পরিষেবা সংস্থার গ্রাহকদেরই মোবাইলের খরচ বাড়ছে। স্বাভাবিক ভাবেই এ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আবার গ্রাহকদের একটি অংশের এও দাবি, মাসুল বাড়ানোর আগে পরিষেবার মান উন্নত করা দরকার। কারণ তিনটি মোবাইল পরিষেবা সংস্থার ক্ষেত্রেই কল ড্রপ, কথা শুনতে না পাওয়া, ক্রস কানেকশনের মতো বহু সমস্যা রয়েছে। আনলিমিটেড কলের ক্ষেত্রে কল ড্রপের ক্ষেত্রে খরচে তার প্রভাব পড়ত না। কারণ যত কলই হোক, খরচ একই থাকত। কিন্তু যখনই কল পিছু টাকা কাটা হবে, তখন এই সমস্যা থাকলে তাতে গ্রাহকদের অসন্তোষ আরও বাড়বে।

আরও পড়ুন: আত্মহত্যায় প্ররোচনা! অভিজাত আবাসনে অগ্নিদগ্ধ অলোকপর্ণার স্বামী গ্রেফতার

যদিও ভারতী-এয়ারটেলের চিফ মার্কেটিং অফিসার শাশ্বত শর্মা বলেন, ‘‘দেশব্যাপী ফোর জি নেটওয়ার্ক এবং উন্নতমানের নেটওয়ার্কে আমাদের নতুন মোবাইল ট্যারিফ প্ল্যান গ্রাহকদের বিরাট সুবিধা দেবে। নতুন নতুন প্রযুক্তিক্ষেত্রে ও ডিজিটাল দুনিয়ায় এয়ারটেল বৃহৎ বিনিয়োগ করবে, যাতে আমাদের গ্রাহকদের বিশ্বমানের অভিজ্ঞতা দেওয়া যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement