ঘুরে দাঁড়াচ্ছে বেঙ্গল কেমিক্যালস

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিষ্ঠিত শতাব্দী প্রাচীন ও ঐতিহ্যশালী এই ওষুধ সংস্থাটি রুগ্‌ণ হতে শুরু করেছিল তাঁর মৃত্যুর পর থেকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০২:৫৬
Share:

গত তিন বছর টানা মুনাফার মুখ দেখতে চলেছে এক সময় কেন্দ্রের বিলগ্নিকরণ প্রস্তাবের তালিকায় ঢুকে পড়া রাষ্ট্রায়ত্ত সংস্থা বেঙ্গল কেমিক্যালস। —ফাইল চিত্র।

প্রায় ছয় দশক পরে ২০১৬-১৭ সালে প্রথম বার লাভের মুখ দেখেছিল রুগ্‌ণ হয়ে পড়া বেঙ্গল কেমিক্যালস। ঘুরে দাঁড়ানোর সেই পথে হেঁটে গত তিন বছর টানা মুনাফার মুখ দেখতে চলেছে এক সময় কেন্দ্রের বিলগ্নিকরণ প্রস্তাবের তালিকায় ঢুকে পড়া রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। সংস্থার তরফে দাবি, চলতি আর্থিক বছরের প্রথম ন’মাসেই ১৬.৩ কোটি টাকা মুনাফা করেছে তারা।

Advertisement

উল্লেখ্য, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিষ্ঠিত শতাব্দী প্রাচীন ও ঐতিহ্যশালী এই ওষুধ সংস্থাটি রুগ্‌ণ হতে শুরু করেছিল তাঁর মৃত্যুর পর থেকেই। তবে গত দু’বছরে তারা লাভের মুখ দেখেছে। যার পরিমাণ যথাক্রমে ৪.৫১ কোটি ও ১০.০৬ কোটি টাকা।

এ বার ২০১৮-১৯ অর্থবর্ষে তা আগের বারের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে ২২ কোটিতে পৌঁছবে বলে আশা সংস্থা কর্তৃপক্ষের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement