গত ৬৩ বছরের মধ্যে চলতি অর্থবর্ষে প্রথম লাভের মুখ দেখে বেঙ্গল কেমিক্যালস (বিসিপিএল)। আর এ বার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে পরিচালনার বিচারে কেন্দ্রের কাছে উৎকর্ষের স্বীকৃতি পেল তারা। ২০১৫-’১৬ সালের জন্য কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত সংস্থা সংক্রান্ত দফতরের (ডিপিই) কাছ থেকে ‘এক্সেলেন্ট’ রেটিং পেয়েছে বিসিপিএল।
বুধবার সংস্থার এমডি পিএম চন্দ্রাইয়া জানান, ডিপিই বিভিন্ন মাপকাঠিতে ২৯৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থার মূল্যায়ন করেছে। সেই তালিকায় সংস্থা পরিচালনায় দক্ষতার স্বীকৃতি পেয়েছেন তাঁরা। এই প্রথম সংস্থাটি এ ধরনের মূল্যায়ন পেল। শুধু তাই নয়, তারাই একমাত্র রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থা, যারা এই স্বীকৃতি পেল বলে দাবি চন্দ্রাইয়ার।
প্রসঙ্গত, বাঙালিকে ব্যবসামুখী করতে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৯০১ সালে চালু করেছিলেন এই সংস্থা।