Banking Regulation Amendment Bill

আপত্তি সত্ত্বেও পাশ সংশোধিত ব্যাঙ্কিং বিল

বিরোধীদের দাবি সত্ত্বেও মোদী সরকার এই বিল সিলেক্ট কমিটিতে পাঠাতে রাজি হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৮
Share:

ছবি: পিটিআই।

রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, এই অভিযোগেই ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে আপত্তি তুলেছেন বিরোধীরা। তা সত্ত্বেও সমবায় ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের অধীনে নিয়ে আসতে মোদী সরকার লোকসভায় এই বিল পাশ করিয়ে নিল। বুধবার বিল পাশের আগে অবশ্য সর্বদলীয় বৈঠক হয়। যেখানে বিরোধীরা এ জন্য অধ্যাদেশ জারির প্রতিবাদ করেন। দাবি তোলেন বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর।

Advertisement

তবে এই তর্ক-বিতর্কের মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যুক্তি, সমবায় ব্যাঙ্ককে কেন্দ্রের অধীনে আনা হচ্ছে না। রিজার্ভ ব্যাঙ্কের আওতাভুক্ত করা হচ্ছে। আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্যই অধ্যাদেশ জারি করতে হয়েছিল সরকারকে। তাঁর দাবি, এই বিল কেন্দ্রের অধিকারের মধ্যেই রয়েছে। সংবিধানে কেন্দ্র-রাজ্য যৌথ তালিকাভুক্ত বিষয় হলে, রাজ্যের সঙ্গে আলোচনা করার দরকার পড়ত।

বিরোধীদের দাবি সত্ত্বেও মোদী সরকার এই বিল সিলেক্ট কমিটিতে পাঠাতে রাজি হয়নি। তবে অর্থনীতি, কর্মসংস্থান নিয়ে স্বল্পমেয়াদি আলোচনা ও জিএসটি নিয়ে দৃষ্টি আকর্ষণী প্রস্তাবে কেন্দ্র সায় দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement