Banking Bill

ব্যাঙ্কিং সংশোধনী বিল পেশ

সংশোধনীর মাধ্যমে সমবায় ব্যাঙ্কগুলির নিয়ন্ত্রণ রিজার্ভ ব্যাঙ্কের হাতে তুলে দেওয়াই লক্ষ্য সরকারের। তারা চায়, এর মাধ্যমে যাতে ওই ব্যাঙ্কগুলি আরও শক্তিশালী হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ০২:৪৬
Share:

প্রতীকী ছবি।

বাজেটে প্রস্তাবিত ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল মঙ্গলবার লোকসভায় পেশ করল কেন্দ্র। গত মাসে এতে সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দিল্লিতে হিংসা নিয়ে সংসদে হইচইয়ের মধ্যেই আজ বিল আনেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে তা পাশ করানোর চেষ্টা হলেও হট্টোগোলের মধ্যে সেটা সম্ভব হয়নি। এ নিয়ে অর্থমন্ত্রীর তোপ, ছোট আমানতকারীদের সুরক্ষার বিষয়টি বিরোধীরা নিশ্চিত করতে না-চাইলে, সেটা লজ্জার বিষয়।

Advertisement

সংশোধনীর মাধ্যমে সমবায় ব্যাঙ্কগুলির নিয়ন্ত্রণ রিজার্ভ ব্যাঙ্কের হাতে তুলে দেওয়াই লক্ষ্য সরকারের। তারা চায়, এর মাধ্যমে যাতে ওই ব্যাঙ্কগুলি আরও শক্তিশালী হয়। সহজ হয় মূলধন পাওয়া। আঁটোসাঁটো হয় পরিচালন ব্যবস্থা। কাজে আরও পেশাদারি মনোভাব আসে। সেই সঙ্গে পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ (পিএমসি) ব্যাঙ্কের মতো অন্যান্য ব্যাঙ্ককে যাতে প্রতারণার মুখে পড়তে না-হয়, তা নিশ্চিত করতে চায় কেন্দ্র।

এ দিকে, যে দিন সংসদে এই বিল পেশ করল কেন্দ্র, সে দিনই এই অর্থবর্ষের এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত ব্যাঙ্ক ও নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলি ১.৪৩ লক্ষ কোটি টাকার জালিয়াতির কথা জানিয়েছে বলে তথ্য পেশ করল সরকার। আজ রাজ্যসভায় লিখিত জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement