দেশে স্মার্ট সিটি বা থিম সিটির মতো আধুনিক শহরের উপযুক্ত পরিকাঠামো গড়ার ক্ষেত্রে প্রধান বাধা জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার মতো বিষয়ে সচেতনতা ও দক্ষ কর্মীর অভাব। সম্প্রতি এ কথা উঠে এসেছে কলকাতায় ইন্ডিয়ান প্লাম্বিং অ্যাসোসিয়েশন আয়োজিত দু’দিনের জাতীয় সম্মেলনে। বিশেষজ্ঞদের মতে, বহু ক্ষেত্রেই জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থা অবৈজ্ঞানিক ভাবে তৈরি হওয়ায় ভুগতে হয় বহুতলের বাসিন্দাদের। জরুরি কর্মী প্রশিক্ষণও। পরিকাঠামো তৈরির ক্ষেত্রে সেই বাধা সরিয়ে নতুন দিশার খোঁজ পেতে আয়োজিত এই সম্মেলনে যোগ দেওয়া ইতালীয় সংস্থা পেদরোলের এক্সপোর্ট ম্যানেজার এলিসেও ফ্রানচেত্ত জানান, প্রশিক্ষণে শিল্পকে সহায়তা করবেন তাঁরা। বাংলাদেশে ইতিমধ্যেই ব্যবসা রয়েছে পেদরোলের।