প্রতীকী ছবি
বিশ্ব বাজারে টানা কমেছে অশোধিত তেলের দর। তার সঙ্গে তাল মিলিয়ে দেশে বিমানের জ্বালানির (এটিএফ) দাম কমল প্রায় ১২%। ফেব্রুয়ারি থেকে এ নিয়ে টানা তিন বার এই জ্বালানির দর কমল। যদিও কলকাতায় গত সাত দিন ধরে পেট্রল-ডিজেলের দরে কোনও হেরফের হয়নি। আজ, সোমবার ইন্ডিয়ান অয়েলের পাম্পে ওই দুই জ্বালানি বিক্রি হচ্ছে যথাক্রমে ৭২.২৯ টাকা ও ৬৪.৬২ টাকা দামে।
সম্প্রতি লিটার প্রতি পেট্রল, ডিজেলের উৎপাদন শুল্ক ৩ টাকা করে বাড়িয়েছে কেন্দ্র। অনেকের মতে, সেই ধাক্কা সামলাতেই তেল সংস্থাগুলি ওই দুই পেট্রোপণ্যের দর কমাতে পারছে না। তবে বিরোধীদের প্রশ্ন, বিশ্ব বাজারে তেল এমন হুড়মুড়িয়ে পড়া সত্ত্বেও কেন সাধারণ মানুষের কাছে সেই সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে না?
রবিবার তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, কলকাতায় এটিএফের দাম প্রতি কিলোলিটারে ৬৬০৪.৫০ টাকা কমে হয়েছে ৫৫,৫৫৫.৯৮। লিটারে হিসেব করলে এটিএফের দাম আগেই পেট্রল ও ডিজেলের নীচে নেমেছিল। দেশের কিছু জায়গায় এ বার তা নামল ভর্তুকিহীন কেরোসিনেরও নীচে।