Automobile Industry

Automobile sales: উৎসবের মরসুমেও থমকে গাড়ির চাকা

সেপ্টেম্বরের পরে অক্টোবরেও ধাক্কা খেল ব্যবসা। বেশির ভাগ সংস্থার হিসাবে পরিষ্কার, পাইকারি অর্থাৎ ডিলারদের কাছে বিক্রি কমেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ০৮:০৮
Share:

প্রতীকী ছবি।

সংক্রমণ কমায় উৎসবে ব্যবসার চাকা ঘোরার আশায় ছিল গাড়ি শিল্প। কিন্তু সেপ্টেম্বরের পরে অক্টোবরেও ধাক্কা খেল ব্যবসা। মারুতি-সুজ়ুকি থেকে হুন্ডাই, হোন্ডা, এমজি মোটর, কিয়া-সহ বেশির ভাগ সংস্থার হিসাবে পরিষ্কার, পাইকারি অর্থাৎ ডিলারদের কাছে বিক্রি কমেছে। বেড়েছে টাটা মোটরস, নিসান, স্কোডা-র মতো অল্প কয়েকটির। শিল্পের দাবি, সেমিকনডাক্টরের জোগান সঙ্কটই এর জন্য দায়ী। গাড়ি তৈরির কাজ আটকে যাচ্ছে। তবে বেড়েছে বৈদ্যুতিক গাড়ির ব্যবসা। গত বছর অক্টোবরে করোনার কারণে চাহিদা কম ছিল। গত মাসে সংক্রমণ কম থাকলেও, বহু সংস্থার বিক্রি আগের বারের থেকেও কমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement