আদানির পাশে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় আদানি গোষ্ঠীর প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পের পাশে দাঁড়ালেন খোদ সে দেশের প্রধানমন্ত্রী টনি অ্যাবট। শুক্রবার তিনি স্পষ্ট জানান, ১,৬৫০ কোটি ডলারের ওই প্রকল্প অস্ট্রেলীয় অর্থনীতির পক্ষে অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং চক্রান্ত করে তার বিরোধিতা করা হলে, আখেরে তা ওই দেশেরই ক্ষতি।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০২:৫৭
Share:

অস্ট্রেলিয়ায় আদানি গোষ্ঠীর প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পের পাশে দাঁড়ালেন খোদ সে দেশের প্রধানমন্ত্রী টনি অ্যাবট। শুক্রবার তিনি স্পষ্ট জানান, ১,৬৫০ কোটি ডলারের ওই প্রকল্প অস্ট্রেলীয় অর্থনীতির পক্ষে অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং চক্রান্ত করে তার বিরোধিতা করা হলে, আখেরে তা ওই দেশেরই ক্ষতি।

Advertisement

সম্প্রতি আদানির ওই প্রকল্পে পরিবেশের ক্ষতি হবে বলে প্রশ্ন তুলেছে অস্ট্রেলীয় আদালত। ফলে তার পরেই সে দেশের প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। অ্যাবটের মতে, আদালত যদি শুধু পরিবেশের ধুয়ো তুলে প্রকল্পে বাধা খাড়া করে, তবে ক্ষতি অস্ট্রেলিয়ারই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement