দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি অরুণ জেটলি। ছবি: পিটিআই।
দেশজুড়ে সমালোচনার মধ্যে অর্থনীতির বৃদ্ধি নিয়ে অন্য সুর শোনালেন অরুণ জেটলি। মঙ্গলবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক ছিল তাঁর। সেই বৈঠকে তিনি জানান, দেশীয় অর্থনীতির হাল একেবারেই খারাপ নয়। উপরন্তু অর্থনীতির স্বাস্থ্য খুবই ভাল। এবং সে সম্পর্কে সমস্ত তথ্যও ঠিকঠাক প্রকাশ করা হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে যে অর্থনীতির বৃদ্ধি কিছুটা হলেও কমেছে তা এ দিন মেনে নিয়েছেন।
আরও পড়ুন: ভারত-চিন সীমান্তে নতুন ৫০টি চৌকি, ঘোষণা রাজনাথের
অর্থমন্ত্রী জানান, পরিকাঠামোয় লগ্নি নেই। এবং তার পাশাপাশি ব্যাঙ্ক শিল্পে নতুন করে মূলধন জোগাতে হবে। কারণ ব্যাঙ্ক শিল্প ঋণ দিতে ভয় পাচ্ছে। সেই মূলধন জোগাতে ২ লক্ষ ১১ হাজার কোটি টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঢালবে সরকার।
পরিকাঠামোর উন্নতির জন্য ইতিমধ্যে ৭ লক্ষ কোটি টাকা খরচ করে ৮২ হাজার কিলোমিটারের রাস্তা তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, জানান তিনি। তার মধ্যে ৩৪,৮০০ কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হবে।
বিরোধীরা অভিযোগ তুলছেন, নতুন ঘোষণার মধ্যেও আসলে নতুন কিছু নেই। কারণ ‘ভারতমালা’ নামে দেশ জুড়ে সড়ক নির্মাণ প্রকল্প আগেই হওয়ার কথা ছিল। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাতে সিলমোহর পড়েছে মাত্র।