অরুণ জেটলি
গত চার বছরে নরেন্দ্র মোদী কেলেঙ্কারিহীন সরকার উপহার দিয়েছেন বলে দাবি করলেন অসুস্থতার কারণে আপাতত অর্থ মন্ত্রকের দায়িত্ব থেকে দূরে থাকা অরুণ জেটলি। এ দিন এনডিএ সরকারের চার বছর পূর্তি উপলক্ষে লেখায় জেটলির দাবি, চার বছরে কোনও দুর্নীতির ছোঁয়া গায়ে লাগেনি মোদী সরকারের। যা দেখে বিরোধীদের জিজ্ঞাসা, তবে কি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নীরব মোদী কেলেঙ্কারি কিংবা বিজয় মাল্যের বিদেশে পালানোর অভিযোগ ভুললেন জেটলি?
তাঁর দাবি, চার বছর আগে ব্রিক্স গোষ্ঠীভুক্ত পাঁচটি দেশের মধ্যে সবচেয়ে নড়বড়ে অবস্থায় ছিল ভারত। সেখান থেকে গত চার বছরে তা হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতির উজ্জ্বল বিন্দু। কিন্তু এ ক্ষেত্রেও বিরোধীরা বলছেন, বৃদ্ধি মাপার পদ্ধতি এবং ভিত্তিবর্ষ বদলেও এখনও ৮ শতাংশের কক্ষপথ ছুঁতে পারেনি মোদী সরকার। গত চার বছরের গড় ইউপিএ জমানার তুলনায় কম। কাজের খোঁজ নেই। এখন তেলের দাম আগুন হওয়ার সঙ্গে সঙ্গে মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা ঘাটতিরও। তা হলে আর অর্থনীতি নিয়ে বুক চাপড়ানোর মানে কী— প্রশ্ন তুলছেন তাঁরা।
জেটলি লিখেছেন, তাঁদের আমলে রাজস্বের ৪২% রাজ্যগুলির মধ্যে বণ্টন করেছে কেন্দ্র। টাকার অঙ্কে যা প্রায় ১২.৬৩ লক্ষ কোটি। ইউপিএ আমলে সেই অঙ্ক ছিল ৫.১৫ লক্ষ কোটি। তাঁর কথায়, ইউপিএ আমলে স্পেকট্রাম ও প্রাকৃতিক সম্পদ বণ্টনে নীতি মানা হত না। এনডিএ আমলে তাতে সুষ্ঠু নীতি তৈরি করা হয়েছে।
জেটলির দাবি, তাঁদের আমলে রাজকোষ ঘাটতি কমেছে। বিরোধীদের পাল্টা দাবি, এতে এনডিএ সরকারের কৃতিত্ব নেই। এর মূলে মোদী সরকারের প্রথম সাড়ে তিন বছরে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম তলানিতে থাকা। এখন সেই তেলের দর বাড়তেই ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে কেন্দ্র।