Buildings: আবাসন মেলায় উৎসাহ

শনিবার সাউথ সিটি মলে কলকাতা রিয়েল এস্টেট ফেয়ার ২০২২ নামে এই মেলার উদ্বোধন করেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩৩
Share:

সূচনা: আবাসন মেলায় তনুশ্রী চক্রবর্তী। নিজস্ব চিত্র।

অতিমারির ধাক্কায় মন্দার খাদে পড়ার পরে এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র। চাহিদায় রুপোলি রেখা দেখতে পাচ্ছে আবাসন শিল্পও। সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষায় স্পষ্ট হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলও এর ব্যতিক্রম নয়। অতিমারির ঢেউ মাথা নামানোর সঙ্গে সঙ্গে বাড়ি-ফ্ল্যাটের ব্যাপারে আগ্রহ দেখা যাচ্ছে এখানকার সম্ভাব্য ক্রেতাদের মধ্যেও। তাঁদের সামনে সুযোগের রাস্তা আরও প্রশস্ত করতে যৌথ ভাবে দু’দিনব্যাপী এক আবাসন মেলার আয়োজন করেছে জেমস গ্রুপ, আনন্দবাজার পত্রিকা এবং দ্য টেলিগ্রাফ। ব্যাঙ্কিং সহযোগী এসবিআই হোম লোনস।

Advertisement

শনিবার সাউথ সিটি মলে কলকাতা রিয়েল এস্টেট ফেয়ার ২০২২ নামে এই মেলার উদ্বোধন করেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। উদ্যোক্তারা জানিয়েছেন, কলকাতার প্রথম সারির আবাসন সংস্থাগুলি যোগ দিয়েছে সেখানে। তাদের স্টলগুলিতে ভিড় করেন মলে উপস্থিত মানুষ। আবাসন প্রকল্পগুলি ঘিরে দেখা গিয়েছে আগ্রহ। জেমস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ললিত ভুতোরিয়া বলেন, ‘‘করোনার অভিজ্ঞতার পরে বসবাসের জায়গা নির্বাচনের ক্ষেত্রে পছন্দের একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে মানুষের মধ্যে। তাঁরা পরিবারকে এমন জায়গায় রাখতে চাইছেন যেখানে থাকবে পর্যাপ্ত খোলা জায়গা, আলো-হাওয়া। আমরা এই বিষয়টির উপরে গুরুত্ব দিয়েই এখনকার ও পরবর্তী প্রকল্পগুলি তৈরি করছি। বাকি সংস্থাগুলিও সে পথেই হাঁটছে। সাড়া মিলছে ভালই।’’ আজ, রবিবার মেলার শেষ দিন। চলবে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement