রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা সেল-এর সঙ্গে হাত মিলিয়ে ভারতে কারখানা গড়ার কথা জানাল অনাবাসী ভারতীয় লক্ষ্মী মিত্তলের সংস্থা আর্সেলরমিত্তল। যেখানে তৈরি করা হবে গাড়িতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ইস্পাত। লগ্নি ও কারখানার আয়তন সম্পর্কে সংস্থা মুখ খোলেনি। তবে সংশ্লিষ্ট সূত্রে খবর, ১৫ লক্ষ টনের কারখানার জন্য খরচ হতে পারে ৫,০০০ কোটি টাকা। সংস্থা দু’টি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ভারতে বাড়তে থাকা গাড়ি বাজারের সুযোগ নিয়ে ব্যবসা বাড়াতেই প্রযুক্তিগত ভাবে উন্নত মানের ইস্পাত পণ্য তৈরির এই কারখানা গড়তে উদ্যোগী তারা।
প্রসঙ্গত, এর আগে ওড়িশা ও ঝাড়খণ্ডে কারখানা তৈরি করে ভারতে পা রাখতে চেয়েছিল আর্সেলরমিত্তল। যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। কর্নাটকে তাদের প্রস্তাবিত কারখানাটি এখনও চালু হয়নি। এই পরিস্থিতিতে এত বড় ভাবে ফের ভারতের বাজারে ঢোকার এই চেষ্টাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ইস্পাত শিল্পমহল।