চিপ তৈরির সংস্থা কোয়ালকমের বিরুদ্ধে প্রায় ১০০ কোটি ডলারের মামলা দায়ের করল অ্যাপল। আই ফোন প্রস্তুতকারকের অভিযোগ, একে সংস্থাটি চিপ বেচতে বেশি দাম হাঁকছে। তার উপর প্রতিশ্রুতি দিয়েও প্রায় ১০০ কোটি ডলার ছাড় দিতে অস্বীকার করেছে। অথচ চুক্তিতে অন্য কারও থেকে তা না কেনার শর্ত বেঁধে দিয়েছে। পাশাপাশি অন্য সংস্থাকে চিপ তৈরি থেকে আটকাতে প্রযুক্তির লাইসেন্সও দিচ্ছে না তারা। কোয়ালকমের অবশ্য দাবি, সব অভিযোগই ভিত্তিহীন। এর আগে সংস্থাটির বিরুদ্ধে প্রতিযোগিতার নিয়ম বিরোধী কৌশল নিয়ে একচেটিয়া ভাবে বাজার দখলের অভিযোগ এনেছে মার্কিন সরকারও।