—থবি এএফপি
রিলায়্যান্স-ফিউচার চুক্তি আটকাতে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে অ্যামাজ়ন। তারি ভিত্তিতে ওই চুক্তি খতিয়ে দেখে সম্মতি দেওয়ার কাজ আপাতত স্থগিত রাখার জন্য সেবির কাছেও আর্জি জানাল আমেরিকার সংস্থাটি। এই নিয়ে অষ্টম বার বাজার নিয়ন্ত্রককে চিঠি দিল তারা।
নিজেদের খুচরো, পাইকারি, গুদাম ও পণ্য পরিবহণ ব্যবসা রিলায়্যান্সকে ২৪,৭১৩ কোটি টাকায় বিক্রি করতে চায় ফিউচার রিটেল। কিন্তু ফিউচারে অংশীদারি রয়েছে দাবি করে সিঙ্গাপুরের আন্তর্জাতিক সালিশি আদালতে গিয়েছে অ্যামাজ়ন। আবার দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, এ দেশের নিয়ন্ত্রকেরা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে। তাকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে গিয়েছে অ্যামাজ়ন। আগামী ১২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।