Amazon

দাম দেখে কপালে হাত! অনলাইনে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে নারকেলের মালা

পরের বার থেকে নারকেল খেয়ে তার খোলসটা ছুঁড়ে ফেলার আগে দু’বার ভাববেন। কারণ নারকেলের খোলও এখন রীতিমতো মহার্ঘ! হ্যাঁ, ঠিকই শুনছেন। চড়া দামে অনলাইনে বিক্রি হচ্ছে নারকেলের খোল বা চলতি কথায় যাকে আমরা বলি, নারকেলের ‘মালা’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১৫:০৪
Share:

অনলাইনে নারকেলের খোলা বিক্রি হচ্ছে এভাবেই। ছবি: টুইটার

পরের বার থেকে নারকেল খেয়ে তার খোলসটা ছুঁড়ে ফেলার আগে দু’বার ভাববেন। কারণ নারকেলের খোলও এখন রীতিমতো মহার্ঘ! হ্যাঁ, ঠিকই শুনছেন। চড়া দামে অনলাইনে বিক্রি হচ্ছে নারকেলের খোল বা চলতি কথায় যাকে আমরা বলি, নারকেলের ‘মালা’।

Advertisement

‘ন্যাচারাল কোকোনাট শেলস কাপ’ বলে ই-কমার্স সাইট ‘অ্যামাজন’-এ যা বিক্রি হচ্ছে, আদতে তা হল নারকেলের খোল বা মালা। এর দাম রাখা হয়েছে ৩০০০ টাকা। যদিও ‘ডিসকাউন্ট’ দেওয়ার পরে তা মিলছে ১৩৬৫ টাকায়। এই দেখেই সোশ্যাল মিডিয়ায় মজায় মেতেছেন ভারতীয় নেটিজেনরা। একটি গোটা নারকেল যেখানে ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যায়, সেখানে তার খোলসের দাম দেখে মাথায় হাত পড়েছে সকলেরই। অনেকেই বলছেন এরকম জানলে নারকেল খাওয়ার পরে তার খোলটিকে যত্ন করে রেখে দিতেন তাঁরা।

কিন্তু হঠাৎ কেন এত দাম ঠিক হল এই নারকেলের খোলার? মার্কেটিং বিশেষজ্ঞেরা বলছেন যে, এখন যে কোনও জিনিসের আগে ‘প্রাকৃতিক’ বা ‘অর্গ্যানিক’ বসিয়ে সেই জিনিসের দাম বাড়ানো চলতি ‘ট্রেন্ড’। ‘সেঞ্চুরি নভেলটি’ নামক যে সংস্থা অ্যামাজনে এই দ্রব্য বিক্রি করছে, তাদের মতে যেহেতু এটি ‘আসল’ নারকেলের খোলা, তাই এটি ভাঙাচোরাও থাকতে পারে! বেশি দাম বলে এটি কিনতে ইএমআই-এর সুবিধাও পাওয়া যাবে।

Advertisement

যদিও সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ আমাজনকে অভিনন্দনও জানিয়েছেন ব্যবসায় এই রকম অভিনবত্ব আনার জন্য। তবে এই প্রথম বার নয়, এর আগে গোবর থেকে তৈরি জ্বালানি ‘ঘুঁটে’ বিক্রির জন্যেও বিজ্ঞাপন বেরিয়েছিল অনলাইনে। ভাইরাল হয়েছিল তাও। দেখে নিন সোশ্যাল মিডিয়ায় কে কী বলছেন এই নিয়ে:

আরও পড়ুন: হতাশ করেছে শিল্প, সঞ্জীবনী সুদ-সম্ভাবনাই

আরও পড়ুন: শত্রুর হাতে শেয়ার, তাই আপত্তি জেটে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement