তিন বছরে ৬০ হাজার কোটি লগ্নি পরিকল্পনা এয়ারটেলের

দেশে আগামী তিন বছরে টেলিকম পরিকাঠামো খাতে ৬০ হাজার কোটি টাকা লগ্নি করবে এয়ারটেল। মূলত ফোনে কথা বলা এবং নেট পরিষেবা আরও উন্নত করতেই এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে ভারতের বৃহত্তম মোবাইল পরিষেবা সংস্থাটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৫ ১৬:৫৩
Share:

দেশে আগামী তিন বছরে টেলিকম পরিকাঠামো খাতে ৬০ হাজার কোটি টাকা লগ্নি করবে এয়ারটেল। মূলত ফোনে কথা বলা এবং নেট পরিষেবা আরও উন্নত করতেই এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে ভারতের বৃহত্তম মোবাইল পরিষেবা সংস্থাটি। ইতিমধ্যেই স্পেকট্রাম, পরিকাঠামো, কেব্‌ল খাতে বিপুল টাকা ঢেলেছে তারা। এয়ারটেলের চিফ এগ্‌জিকিউটিভ অফিসার গোপাল ভিত্তল বলেন, সংস্থার হাতে প্রযোজনীয় স্পেকট্রাম রয়েছে। এ বার তাকে ঘিরে পরিকাঠামো গড়ে তোলাই এই লগ্নির মূল লক্ষ্য। মোট লগ্নির মধ্যে চলতি অর্থবর্ষেই প্রায় ১৪,৫২০ কোটি টাকা খরচ করবে তারা।

Advertisement

প্রসঙ্গত, নভেম্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরের সময় ভারতে ১৩ হাজার কোটি টাকা লগ্নির কথা জানিয়েছিল আর এক টেলিকম সংস্থা ভোডাফোন। এর মধ্যে ৮ কোটি টাকা খরচ করা হবে পরিকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ খাতে। প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে এ দেশে দুটি ক্ষেত্রে মোট ৪ হাজার কোটি টাকা লগ্নি করবে সংস্থা। এর মধ্যে তিন হাজার কোটি টাকা খরচ হবে পুণে ও আমদাবাদে সংস্থার প্রযুক্তি কেন্দ্রের উন্নয়নে। ব্যবসা ও শিল্পোদ্যোগের পরিষেবার জন্য তথ্যভাণ্ডার গড়তে খরচ হবে বাকি ১ হাজার কোটি টাকা। আরও ১ হাজার কোটি টাকা খরচ হবে সংস্থার পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবা সংস্থা ‘এম-পেসা’-এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement