airtel

ওটিটির সঙ্গে গাঁটছড়া এয়ারটেলের

, মোবাইল ফোনের ডেটার অর্ধেকই খরচ হয় ভিডিয়ো স্ট্রিমিং পরিষেবায়। ভারতে ওটিটি পরিষেবার বাজার এখনকার তুলনায় চার গুণ বেড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৪৭
Share:

প্রতীকী ছবি।

টেলিকম ও ডিজিটাল প্রযুক্তির হাত ধরে অনেকটাই বদলে গিয়েছে বিনোদনের দুনিয়া। প্রবণতা বেড়েছে মুঠোফোন, ল্যাপটপ বা স্মার্ট টিভির মাধ্যমে সেই দুনিয়ায় পাড়ি দেওয়ার। যা ইন্টারনেটের ডেটা পরিষেবার উপরে নির্ভরশীল। ফলে ডেটার ব্যবসা বাড়ছে পাল্লা দিয়ে। এ বার এয়ারটেলের মতো টেলিকম পরিষেবা সংস্থাও সেই বাজার ধরতে উদ্যোগী হল। গাঁটছড়া বাঁধল বিভিন্ন ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মের সঙ্গে।

Advertisement

সম্প্রতি এয়ারটেল ডিজিটালের সিইও আদর্শ নায়ার জানান, মোবাইল ফোনের ডেটার অর্ধেকই খরচ হয় ভিডিয়ো স্ট্রিমিং পরিষেবায়। ভারতে ওটিটি পরিষেবার বাজার এখনকার তুলনায় চার গুণ বেড়ে ২০২৫ সালে ২০০ কোটি ডলারে পৌঁছবে। যার সিংহভাগ অংশীদারি থাকবে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির শহরগুলির হাতে। পাঁচ বছরে গ্রাহক সংখ্যা তিন গুণ বেড়ে হবে ১৬.৫ কোটি। আঞ্চলিক ভাষার গ্রাহকের সংখ্যা বাড়বে আরও বেশি, ছ’গুণ। পৌঁছবে নয় কোটিতে। তবে এ ক্ষেত্রে সমস্যা মূলত তিনটি— ওটিটি পরিষেবার বিষয় নির্বাচন, বিভিন্ন ওটিটির আলাদা আলাদা ভাবে পরিষেবা দেওয়া ও দাম। সে সবের সমাধান করেই ওটিটি পরিষেবার বাজার ধরতে উদ্যোগী হওয়ার দাবি করেছেন এয়ারটেল-কর্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement