মাস তিনেকও হয়নি জিওফাই-এর দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে রিলায়্যান্স। এ বার সরাসরি রিলায়্যান্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিল এয়ারটেল। সংস্থার হটস্পট ডিভাইস এখন আরও সাধ্যের মধ্যে। জেনে নিন কতটা সস্তায় পাবেন।
এর আগে এয়ারটেলের হটস্পট ডিভাইসের দাম ছিল ১৯৫০ টাকা। অন্য দিকে, মাস চারেক আগেও জিওফাই-এর দাম ছিল দু’হাজার টাকার কাছাকাছি।
দেশ জুড়ে এয়ারটেলের সমস্ত রিটেল স্টোরেই মিলবে এই হটস্পট ডিভাইস। এ ছাড়া, কিছু দিনের মধ্যেই তা পাওয়া যাবে অ্যামাজন-এর ওয়েবসাইটে।
চলতি বছরের সেপ্টেম্বরেই জিওফাই-এর দাম কমিয়ে ৯৯৯ টাকা করেছিল রিলায়্যান্স। তার প্রায় মাস তিনেক পরে দাম কমাল এয়ারটেল।
জিওফাই-এর মতোই এয়ারটেলের সিম কার্ডে চালু করা যাবে এই হটস্পটট ডিভাইসটি। মোবাইল রিচার্জ করার মতো নিজেদের পছন্দ মতো প্ল্যান বেছে নিতে পারবেন গ্রাহকেরা।
এয়ারটেল জানিয়েছে, এই হটস্পটের সাহায্যে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল-সহ একসঙ্গে ১০টি ডিভাইস কানেক্ট করা যাবে।
রিলায়্যান্স জিও-কে কড়া টক্কর দিতে এ বার হটস্পটের দাম কমাল এয়ারটেল। জিওফাই-এর মতোই এয়ারটেলের ৪-জি হটস্পট পোর্টেবল ডিভাইসের দাম এখন কমে দাঁড়িয়েছে ৯৯৯ টাকায়।
ভারতী এয়ারটেলের দাবি, এক বার চার্জেই একটানা ৬ ঘণ্টা চলবে এই হটস্পটের ব্যাটারি।