টুজি পরিষেবায় জোট এয়ারসেল, বিএসএনএলের

একই সার্কেলে টুজি পরিষেবার জন্য একে অপরের পরিকাঠামো ব্যবহার করতে বিএসএনএলের সঙ্গে চুক্তি করল এয়ারসেল। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির সঙ্গে কোনও বেসরকারি সংস্থার এটাই প্রথম জোট বলে দাবি এয়ারসেলের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০২:২৫
Share:

একই সার্কেলে টুজি পরিষেবার জন্য একে অপরের পরিকাঠামো ব্যবহার করতে বিএসএনএলের সঙ্গে চুক্তি করল এয়ারসেল। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির সঙ্গে কোনও বেসরকারি সংস্থার এটাই প্রথম জোট বলে দাবি এয়ারসেলের। সংস্থা জানিয়েছে, এতে দু’পক্ষই পরস্পরের পরিকাঠামো ও সম্পদ ব্যবহার করে উন্নত পরিষেবা দিতে পারবে। এই গাঁটছড়ার ফলে পরিষেবা ছড়াতে বাড়তি সুবিধা পাবে এয়ারসেল। কারণ, দেশ জুড়ে বিএসএনএলের টাওয়ার ১.১৪ লক্ষ। নতুন লগ্নির জেরে তা ১.৩৫ লক্ষ হবে ও সবচেয়ে বেশি সংখ্যক টাওয়ার তাদের হাতেই থাকবে বলে আশা। বিপুল টুজি টাওয়ার ছাড়াও ‘প্রিমিয়াম’ বলে পরিচিত ৯০০ মেগাহার্ৎজ স্পেকট্রামও আছে বিএসএনএলের। টুজি পরিষেবা দিতে যা কাজে লাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement