বিমান টিকিটে ছাড়

যুদ্ধে অক্ষম হয়ে পড়া সেনা অফিসারদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড় ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি জানিয়েছে, দেশের মধ্যে সমস্ত রুটের বিমানে টিকিটের মূল দামের উপর ৭৫% ছাড় দেওয়া হবে তাঁদের।

Advertisement

নয়াদিল্লি

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৭
Share:

যুদ্ধে অক্ষম হয়ে পড়া সেনা অফিসারদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড় ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি জানিয়েছে, দেশের মধ্যে সমস্ত রুটের বিমানে টিকিটের মূল দামের উপর ৭৫% ছাড় দেওয়া হবে তাঁদের। আর সংশ্লিষ্ট অফিসারের পরিবারের সদস্যরা পাবেন ৫০% ছাড়। যে কোনও সময় কাটা যাবে এই টিকিট। যা বৈধ থাকবে বুকিংয়ের সময় থেকে শুরু করে এক বছর।

Advertisement

অন্য দিকে, এয়ার ইন্ডিয়া তাদের দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে কাশ্মীর যাতায়াতের ক্ষেত্রে টিকিট বাতিল ও উড়ান বদলের ফি মকুবের জন্য যাত্রীদের সফরের সময়সীমাও বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর করেছে। অবশ্য ৯ সেপ্টেম্বর বা তার আগে ওই টিকিট দেওয়া হয়ে থাকলে তবেই এই বিশেষ সুযোগ পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement