যুদ্ধে অক্ষম হয়ে পড়া সেনা অফিসারদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড় ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি জানিয়েছে, দেশের মধ্যে সমস্ত রুটের বিমানে টিকিটের মূল দামের উপর ৭৫% ছাড় দেওয়া হবে তাঁদের। আর সংশ্লিষ্ট অফিসারের পরিবারের সদস্যরা পাবেন ৫০% ছাড়। যে কোনও সময় কাটা যাবে এই টিকিট। যা বৈধ থাকবে বুকিংয়ের সময় থেকে শুরু করে এক বছর।
অন্য দিকে, এয়ার ইন্ডিয়া তাদের দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে কাশ্মীর যাতায়াতের ক্ষেত্রে টিকিট বাতিল ও উড়ান বদলের ফি মকুবের জন্য যাত্রীদের সফরের সময়সীমাও বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর করেছে। অবশ্য ৯ সেপ্টেম্বর বা তার আগে ওই টিকিট দেওয়া হয়ে থাকলে তবেই এই বিশেষ সুযোগ পাওয়া যাবে।