যাত্রী টানতে এয়ার ইন্ডিয়ার বাজি এ বার বেশি ওজনের মালপত্র

এ বার প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে অন্য পথে হাঁটল এয়ার ইন্ডিয়া। টিকিটের দামে ছাড় নয়। যাত্রীদের এক ধাপে বাড়তি ১০ কেজি লটবহর নিয়ে যাওয়ার ছাড়পত্র দিল তারা। ফলে প্রত্যেক যাত্রী সঙ্গে ২৫ কেজি ওজনের ব্যাগ নিয়ে যেতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০২:১৬
Share:

এ বার প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে অন্য পথে হাঁটল এয়ার ইন্ডিয়া।

Advertisement

টিকিটের দামে ছাড় নয়। যাত্রীদের এক ধাপে বাড়তি ১০ কেজি লটবহর নিয়ে যাওয়ার ছাড়পত্র দিল তারা। ফলে প্রত্যেক যাত্রী সঙ্গে ২৫ কেজি ওজনের ব্যাগ নিয়ে যেতে পারবেন। সংস্থার দাবি, এর ফলে অনেক যাত্রী বেসরকারি বিমান সংস্থা ছেড়ে তাদের দিকে ঝুঁকবেন। তবে প্রতিযোগী বিমান সস্থার এক কর্তার মন্তব্য, ‘‘এয়ার ইন্ডিয়ার বিমান কিছুটা খালি থাকে বলেই অতিরিক্ত মাল বহনের ঝুঁকি নেওয়া সম্ভব।’’

দেশের মধ্যে সব সংস্থার বিমানেই বড়জোর ১৫ কেজি ওজনের ব্যাগ নেওয়া যায়। ওজন বেশি হলে অতিরিক্ত টাকা দিতে হয়। এ নিয়ে যাত্রীদের বিস্তর অভিযোগও থাকে।

Advertisement

এয়ার ইন্ডিয়া অবশ্য জানাচ্ছে, ২০১৬-র ফেব্রুয়ারি পর্যন্ত বাড়তি লটবহর নেওয়ার সুযোগ মিলবে। এ ছাড়াও স্টুডেন্টস ভিসা থাকা পড়ুয়ারা আগামী মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে ২৩ কেজি ওজনের অতিরিক্ত একটি ব্যাগ নিতে পারবেন।

এ দিকে ইন্ডিগো তাদের ঘরোয়া উড়ানে সব মিলিয়ে ৯৫৫ টাকায় টিকিট বেচবে সীমিত আসনে। আগামী মাসে কলকাতা-বেঙ্গালুরু উড়ান সংখ্যাও বাড়ছে। স্পাইসজেটও এ মাসের শেষে এই রুটে নতুন উড়ানের কথা ঘোষণা করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement