প্রতিরক্ষা বিমান রক্ষণাবেক্ষণে এআই

প্রতিরক্ষা বিমান রক্ষণাবেক্ষণ ও তা সারানোর ব্যবসায় পা রাখতে চলেছে এয়ার ইন্ডিয়া। এ জন্য শ্রেয়ী গোষ্ঠীর সংস্থা ত্রিভুবন টেকনোলজিসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির শাখা এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (এআইইএসএল)।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ০২:৫৯
Share:

প্রতিরক্ষা বিমান রক্ষণাবেক্ষণ ও তা সারানোর ব্যবসায় পা রাখতে চলেছে এয়ার ইন্ডিয়া। এ জন্য শ্রেয়ী গোষ্ঠীর সংস্থা ত্রিভুবন টেকনোলজিসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির শাখা এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (এআইইএসএল)। প্রাথমিক ভাবে প্রতিরক্ষা বিমান সারানো এবং বিমানের যন্ত্রাংশ লিজের ব্যবসা চালানো হবে বলে জানিয়েছে তারা।

Advertisement

এআইইএসএল-এর চিফ এগ্‌জিকিউটিভ অফিসার এইচ আর জগন্নাথ বলেন, ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া-সহ বিভিন্ন সংস্থার যাত্রী বিমান রক্ষণাবেক্ষণের দক্ষতা সংস্থার রয়েছে। যা আগামী দিনে ভারতীয় বায়ু সেনার বিমানগুলিও সারানোর কাজে ব্যবহার করতে চান তাঁরা। বর্তমানে বায়ুসেনার বেশির ভাগ বিমানই রাশিয়ায় তৈরি। এখনও পর্যন্ত তাঁরা এ ধরনের রুশ বিমান না-সারালেও, সামনে বিপুল সুযোগ রয়েছে বলে আশা প্রকাশ করেছেন জগন্নাথ। সে ক্ষেত্রে মূল সংস্থার কাছ থেকে যন্ত্রাংশ আমদানি করতে আগ্রহী এআইইএসএল।

উল্লেখ্য, বর্তমানে প্রায় ৩০টি দেশি-বিদেশি বিমান সংস্থার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে যুক্ত রয়েছে এয়ার ইন্ডিয়ার এই শাখা। যাদের মধ্যে এয়ার ইন্ডিয়া ছাড়াও রয়েছে গো-এয়ার, জেট এয়ারওয়েজ প্রভৃতি। শীঘ্রই এ ব্যাপারে চুক্তি হওয়ার কথা স্পাইসজেটের সঙ্গেও।

Advertisement

অন্য দিকে, প্রতিরক্ষা এবং বিমান রক্ষণাবেক্ষণ ক্ষেত্রে কাজ করে শ্রেয়ী গোষ্ঠীর কানোরিয়া ফাউন্ডেশনের সংস্থা ত্রিভুবন টেকনোলজিস। তারা ইন্ডিয়া ডিফেন্স অফসেট নামে একটি উদ্যোগ-মূলধন সংস্থা গড়ে তুলছে। সেখানে আন্তর্জাতিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী বিভিন্ন সংস্থা ২৫ শতাংশ পর্যন্ত লগ্নি করতে পারবে। বিভিন্ন প্রতিরক্ষা সংস্থাকে পুঁজিও জোগাতে পারবেএই তহবিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement