Indian Share Market

দু’সপ্তাহেই ৪২ হাজার কোটি টাকার বেশি লগ্নি

পরিসংখ্যান বলছে, সূচকের এতটা উঁচুতে থাকার অন্যতম কারণ বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির বিনিয়োগ। ভারতের শেয়ার বাজারে ঢেলে লগ্নি করছে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৫
Share:

—প্রতীকী চিত্র।

লাগাতার নজির গড়ার পরে সোমবার সেনসেক্স সামান্য পড়ল (১৬৮ পয়েন্ট) লগ্নিকারীদের হাতের শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তোলার তাগিদে। তবে এখনও তা দাঁড়িয়ে ৭১ হাজারের উপরেই। পরিসংখ্যান বলছে, সূচকের এতটা উঁচুতে থাকার অন্যতম কারণ বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির বিনিয়োগ। ভারতের শেয়ার বাজারে ঢেলে লগ্নি করছে তারা। শুধুমাত্র চলতি মাসের প্রথম দুই সপ্তাহেই যার পরিমাণ ৪২,৭৩৩ কোটি টাকা ছাড়িয়েছে, প্রকাশ ন্যাশনাল সিকিউরিটিজ় ডিপোজ়িটরির তথ্যে। দু’সপ্তাহে বাজারে বিদেশি বিনিয়োগের অঙ্কের নিরিখে তা নজিরবিহীন। বিশেষজ্ঞ মহলের মতে, লগ্নির এই গতি বহাল থাকলে চলতি অর্থবর্ষেও তৈরি হবে নতুন নজির।

Advertisement

বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতে লগ্নি বাড়াতে শুরু করেছে গত নভেম্বর থেকে। বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, “আন্তর্জাতিক দুনিয়ার বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে ভারতের বাজারে আসা ছাড়া ওই সংস্থাগুলির অন্য কোনও উপায় নেই। এর প্রধান কারণ এ দেশের বাজারে নগদের বিপুল জোগান। যেটা বিশেষ ভাবে সম্ভব হয়েছে মিউচুয়াল ফান্ডগুলির লগ্নির সুবাদে।’’ প্রফিটমার্ট সিকিউরিটিজ়ের গবেষণা বিভাগের কর্তা অবিনাশ গোরক্ষকার বলেন, “বিপুল বিদেশি লগ্নি ভারতীয় আর্থিক সংস্থা এবং সাধারণ লগ্নিকারীদেরও বিনিয়োগে উৎসাহিত করেছে। ফলে সূচক এত লাফিয়ে উঠছে।’’

বিশেষজ্ঞদের মতে, নানা কারণে ভারতের বাজার বিদেশি লগ্নিকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এগুলি হল— এক, মূল্যবৃদ্ধি বাগে আসায় আমেরিকা সুদের হার বৃদ্ধিতে বিরতি দিয়েছে। জানিয়েছে আগামী বছর থেকে সুদের হার ছাঁটাই শুরু হওয়ার কথা। তারা যখন সুদ বাড়াচ্ছিল তখন আমেরিকার বন্ডের বাজার চাঙ্গা হয়ে ওঠায় সেখানে লগ্নি চলে যাচ্ছিল। কিন্তু সুদের হার থমকে থাকায় বন্ডের বাজার জৌলুস হারাতে শুরু করেছে। আগামী দিনে সুদের হার ছাঁটা হলে ওই লগ্নি যে সব দেশে আসবে সেই তালিকার শীর্ষে ভারতের শেয়ার বাজার। দুই, ভারতেও রিজ়ার্ভ ব্যাঙ্ক সুদের হার কমাতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। তিন, আর্থিক বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের অন্য সব দেশের থেকে অনেকটা এগিয়ে। চার, লগ্নিকারীদের বিশ্বাস, সামনের বছর লোকসভা নির্বাচনে কেন্দ্রে স্থায়ী ও শক্তিশালী সরকার এলে বাজার আরও চাঙ্গা হবে। এই সব কারণেই এখানে লগ্নি বৃদ্ধির জমি তৈরি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement