—প্রতীকী ছবি।
তেলের দাম নিয়ে অস্বস্তি যাচ্ছে না কেন্দ্রের। বৃহস্পতিবার অর্থমন্ত্রী অরুণ জেটলি পেট্রল, ডিজেলে আড়াই টাকা উৎপাদন শুল্ক কমানোর কথা ঘোষণা করেছিলেন। তার পরে বিভিন্ন রাজ্যও দাম কমিয়েছিল। কিন্তু শুক্রবার থেকে ফের বাড়তে শুরু করেছে পেট্রোপণ্য দু’টির দাম। আর তা নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন বিরোধীরা।
রবিবার কংগ্রেসের নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘দু’দিনে দিল্লিতে পেট্রল লিটারে ৩২ পয়সা বেড়েছে। আর ডিজেল ৫৮ পয়সা। এটি মোদী সরকারের দ্বিচারিতা ছাড়া আর কী?’’ এ দিন বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলনও করে কংগ্রেস। সেখানে পবন খেরার প্রশ্ন, ‘‘দু’দিন আগে তেলের দাম কমাতে বলে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী। এখন যখন ফের বাড়তে শুরু করল, তখন বিজেপি চুপ কেন?’’
উল্লেখ্য, বৃহস্পতিবার শুল্ক কমানোর পরে কলকাতায় পেট্রল দাঁড়িয়েছিল লিটারে ৮৩.৩০ টাকা। ডিজেল ৭৪.৮০ টাকা। আর শনি ও রবিবার পেট্রল বেড়েছে লিটার পিছু মোট ৩৬ পয়সা। সেখানেই ডিজেলের বৃদ্ধি ৫৮ পয়সা। রবিবার এখানে পণ্য দু’টির দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৮৩.৬৬ টাকা এবং ৭৫.৩৮ টাকা।
বিরোধীদের এই আক্রমণের মুখে অবশ্য মুখ খোলেননি কেন্দ্র বা বিজেপির কেউ। সংশ্লিষ্ট মহলের খবর, কাল পর্যন্ত অর্থমন্ত্রী অরুণ জেটলি রাহুল গাঁধীকে বিঁধে ব্লগ লিখেছিলেন। কিন্তু তেলের দাম নিয়ে দাওয়াইয়ের পর যে ভাবে বিরোধীরা তেতে উঠছে, তাতে অস্বস্তিতে বিজেপি।
জেটলি বলেছিলেন, কেন্দ্র আড়াই টাকা কমাচ্ছে, রাজ্যগুলিও কমাক। কিন্তু দিল্লি-সহ বিরোধী শাসিত অনেক রাজ্যই এখনও সে ডাকে সাড়া দেয়নি। তার উপরে শনিবার কেরলের অর্থমন্ত্রী টমাস আইজ্যাক অভিযোগ করেন, সরকার সুকৌশলে সিংহভাগ বোঝা রাজ্যের ঘাড়েই ঠেলে দিয়েছে। এই অবস্থায় কংগ্রেসের অভিযোগ, শুল্ক ১৫ টাকা বাড়ানোর পরে মাত্র আড়াই টাকা কমিয়েছে কেন্দ্র। কিন্তু চুপিসারে দাম যখন ফের বাড়ছে, তখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।