BSE SENSEX

পাঁচ দিন পরে উঠল শেয়ার বাজার

শুক্রবার ১২৯২.৯২ পয়েন্ট বেড়ে সেনসেক্স হল ৮১,৩৩২.৭১। নিফ্‌টি ৪২৮.৭৫ পয়েন্ট উঠে রেকর্ড গড়ে পৌঁছল ২৪,৮৩৪.৮৫-তে। ৭.১০ লক্ষ কোটি টাকা বাড়ল লগ্নিকারীদের শেয়ার সম্পদও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৮:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

বাজেট নিয়ে ধন্দ কাটতে শুরু করা ও আমেরিকার আর্থিক অবস্থার উন্নতির খবরে পাঁচ দিন পরে চাঙ্গা হল শেয়ার বাজার। শুক্রবার ১২৯২.৯২ পয়েন্ট বেড়ে সেনসেক্স হল ৮১,৩৩২.৭১। নিফ্‌টি ৪২৮.৭৫ পয়েন্ট উঠে রেকর্ড গড়ে পৌঁছল ২৪,৮৩৪.৮৫-তে। ৭.১০ লক্ষ কোটি টাকা বাড়ল লগ্নিকারীদের শেয়ার সম্পদও। ডলারের সাপেক্ষে মাথা তুলেছে টাকাও। প্রতি ডলার ৫ পয়সা কমে হয়েছে ৮৩.৭৩ টাকা।

Advertisement

মূলধনী লাভকর বৃদ্ধির প্রাথমিক ধাক্কা বাজার কাটিয়ে উঠেছে বলে মত বিশেষজ্ঞ আশিস নন্দীর। তিনি বলেন, এ দিনের উত্থানে আমেরিকার ২.৮% আর্থিক বৃদ্ধির খবরেরও বড় ভূমিকা ছিল। তা ছাড়া লগ্নিকারীরা বুঝছেন বাজেটে বাজারের ক্ষতি হতে পারে, তেমন পদক্ষেপ করা হয়নি। উল্টে পরিকাঠামো ও মূলধনী খাতে খরচ, কর্মসংস্থান বৃদ্ধির সিদ্ধান্ত অর্থনীতিকে চাঙ্গা করবে। যার জেরে এ দিন ক্রেতার ভূমিকায় দেখা গিয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিকে। তিন দিন ধরে যারা শেয়ার বিক্রি করছিল। শুক্রবার তারা কিনেছে ২৫৪৬.৩৮ কোটি টাকার শেয়ার। দেশীয় সংস্থাগুলির লগ্নি ২৭৭৪.৩১ কোটি টাকা।

যদিও বাজেটের পরে বিদেশি সংস্থাগুলির শেয়ার বিক্রি নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা। এক্সে তাঁর বক্তব্য, মূলধনী লাভকর নিয়ে কেন্দ্রের ভ্রান্ত সিদ্ধান্তে গত তিন দিনে বিদেশি লগ্নিকারীরা তুলেছেন ১২৭ কোটি ডলার (প্রায় ১১,০০০ কোটি টাকা)।

Advertisement

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়ালের অবশ্য মত, স্বল্পমেয়াদি মূলধনী লাভ-কর বাড়ায় বাজারে ফাটকার বদলে দীর্ঘমেয়াদি লগ্নি বৃদ্ধি পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement