গৌতম আদানি। —ফাইল চিত্র।
নির্মীয়মান বায়ু বিদ্যুৎ প্রকল্প এবং সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ চুক্তি ঘিরে শ্রীলঙ্কায় নতুন করে বিপাকে পড়ল আদানি গোষ্ঠী। শ্রীলঙ্কার বিদ্যুৎ মন্ত্রক সূত্রের খবর, সে দেশের সরকারের সঙ্গে গৌতম আদানির সংস্থার যে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি হয়েছিল, তা বাতিল করেছে নতুন সরকার। বিদ্যুৎ প্রকল্পটি অবশ্য বাতিল করা হয়নি। তবে সে সম্পর্কে তদন্তের জন্য কমিটি গঠন করেছেন নতুন প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে। প্রকল্পের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের রিপোর্টের উপরে। সূত্রের খবর, ভারতে সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগে আমেরিকার আদালতে আদানিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তার পরেই কলম্বোর এই পদক্ষেপ করেছে। শুক্রবার আদানি গ্রিন এনার্জি জানিয়েছে, আমেরিকার মামলা খতিয়ে দেখার জন্য একটি আইন সংস্থাকে দায়িত্ব দিয়েছে তারা।
শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমে দু’টি বায়ু বিদ্যুৎ প্রকল্প গড়ছে আদানি গোষ্ঠী। যাদের সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪৮৪ মেগাওয়াট। ৭৪ কোটি ডলারের (প্রায় ৬৪০০ কোটি টাকা) প্রকল্পটি ২০২৬ সালের মাঝামাঝি শেষ হওয়ার কথা। কারখানা তৈরি হয়ে গেলে সেখান থেকে বিদ্যুৎ কেনা হবে বলে চুক্তি করেছিল সে দেশের তৎকালীন সরকার। কিন্তু প্রকল্পটিকে শুরু থেকেই অমসৃণ পথ ধরে হাঁটতে হচ্ছে। প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন সে দেশের পরিবেশ কর্মীরা। আদানিদের প্রকল্পের বিরুদ্ধে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। আর্থিক সঙ্কটের পরে এই প্রকল্পটিই শ্রীলঙ্কার প্রথম বড় অঙ্কের বিনিয়োগ প্রস্তাব। তবে তার ভবিষ্যতের উপরেই এখন প্রশ্নচিহ্ন ঝুলে গেল।