Automobiles

আর্জি মানা হোক দু’তরফেই, কেন্দ্রকে অ্যাকমা

অ্যাকমার হিসেব, বিএস-৬ দূষণ বিধিতে পা রাখতে গাড়ি শিল্পকে ঢালতে হয়েছে প্রায় ৮০ হাজার কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৬:১০
Share:

—ফাইল চিত্র।

গাড়ির চাহিদা মুখ থুবড়ে পড়েছে। নাভিশ্বাস উঠেছে গাড়ির যন্ত্রাংশ শিল্পেরও। এই অবস্থায় সরকারের উদ্দেশে তাদের সংগঠন অ্যাকমার প্রেসিডেন্ট দীপক জৈনের বার্তা, দীর্ঘ দিন ধরে চাহিদা ফেরাতে সরকারি পদক্ষেপের আশা করছেন তাঁরা। ব্যবসার পথ সহজ করতে কিছু পদক্ষেপ করাও হয়েছে। কিন্তু সরাসরি সরকারি উৎসাহ প্রকল্পের দাবি পূরণ হয়নি। তাঁর বক্তব্য, করের সুবিধা থেকে শুরু করে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার, যন্ত্রাংশ শিল্পের দাবিগুলি পূরণ হোক। তবেই সরকারের স্থানীয় ভাবে উপাদান সংগ্রহ ও রফতানি বাড়ানোর আর্জি পূরণ করতে পারবে শিল্প।

Advertisement

অ্যাকমার হিসেব, বিএস-৬ দূষণ বিধিতে পা রাখতে গাড়ি শিল্পকে ঢালতে হয়েছে প্রায় ৮০ হাজার কোটি টাকা। যার ৪০%-৫০% খরচ হয়েছে যন্ত্রাংশ শিল্পের। জৈনের দাবি, প্রথমে অর্থনীতির ঝিমুনি ও তার পরে করোনার ধাক্কায় তাঁদের লগ্নির ক্ষমতা এখন তলানিতে। ফলে এর পরে কোনও নতুন নিয়ন্ত্রণ বিধি আনতে হলে, কেন্দ্র যেন তা দীর্ঘ মেয়াদে আনে। যাতে লগ্নির জন্য তৈরি হতে ১০-১৫ বছর মেলে। তবে অ্যাকমার মতে, আগে স্থিতিশীলতা আনা জরুরি। চাহিদা ও জোগানের মধ্যে সামঞ্জস্য এনে তা নিশ্চিত করুক সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement