কাজ গিয়েছে ১ লক্ষ কর্মীর

প্রেসিডেন্ট দীপক জৈন বলেন, ‘‘বছর খানেক ধরে কমছে সব ধরনের গাড়ি বিক্রি। ফলে উৎপাদন কমছে। আর উৎপাদন কমায় কমছে যন্ত্রাংশের চাহিদা।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৫
Share:

প্রতীকী ছবি।

চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে যা হল, গাড়ির যন্ত্রাংশ শিল্পে আগে কখনও তা হয়নি, দাবি ওই শিল্পের সংগঠন অ্যাকমার। তারা জানাল, অর্থনীতিতে ঝিমুনির জেরে ব্যবসা কমেছে ১০%। কাজ হারিয়েছেন প্রায় ১ লক্ষ অস্থায়ী কর্মী। অ্যাকমার দাবি, চাহিদার অভাবে প্রায় ১৫-২০% উৎপাদন কমিয়েছে গাড়ি সংস্থাগুলি। এ তারই জের। প্রেসিডেন্ট দীপক জৈন বলেন, ‘‘বছর খানেক ধরে কমছে সব ধরনের গাড়ি বিক্রি। ফলে উৎপাদন কমছে। আর উৎপাদন কমায় কমছে যন্ত্রাংশের চাহিদা।’’

Advertisement

পরিসংখ্যান বলছে, গত অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বরে যন্ত্রাংশ সংস্থাগুলি ব্যবসা করেছিল ১.৯৯ লক্ষ কোটি টাকার। এ বার একই সময়ে তা ১.৭৯ লক্ষ কোটি। আয় কমায় লগ্নিও ধাক্কা খেয়েছে। দীপকের মতে, সেই অঙ্ক প্রায় ২০০ কোটি ডলার। ভাল সময়ে যন্ত্রাং‌শ কারখানাগুলির উৎপাদন ক্ষমতার ৮০% ব্যবহার হলেও, এখন তা ৫০%। উৎপাদন কমায় কোপ পড়েছে অস্থায়ী কর্মীদের উপরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement