চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)
পুজোর পর থেকেই ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে থাকে। আর ঠিক এই সময়টাতেই বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বাড়তে থাকে। ঠান্ডায় যাঁদের খুব সমস্যা হয়, এই সময়ে তাঁদের শ্বাসকষ্টজনিত রোগ খুব বেড়ে যায়। তার মধ্যে বেশি দেখা যায় ‘অ্যাজমা’, ‘সিওপিডি’র মতো রোগ। এই ধরনের রোগের ক্ষেত্রে পরিবেশ দূষণ বেশ অনেকটাই দায়ী। কিন্তু গরম কালে শ্বাসকষ্টের পরিমাণ কম থাকলেও শীতকালে কেন তা বেড়ে যায়?
এই বিষয়ে সবিস্তার জানিয়েছেন এইচপি ঘোষ হাসপাতালের কনসালট্যান্ট পালমোনোলজিস্ট এবং জয়েন্ট আরআইসিইউ ইনচার্জ চিকিৎসক সঙ্ঘব্রত শূর। বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
ভিডিয়ো লিঙ্ক:
চিকিৎসক শূরের মতে, “যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাঁদের এই শীতের সময়ে বাইরে গেলে মাস্ক ব্যবহার করা উচিত। পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এই ভ্যাকসিনগুলিও অবশ্যই নিয়ে রাখা উচিত। তা হলে শীতকালেও এই সমস্যাগুলিকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এ ছাড়াও কিছু কিছু রেসপিরেটরি ব্যয়াম করা উচিত। এতে ফুসফুসের মধ্যে কফ জমার আশঙ্কা অনেক কম থাকে।”
রেসপিরেটরি সমস্যা নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কিন্তু সময়মতো চিকিৎসকের কাছে যাওয়া উচিত। খুসখুসে কাশি, গলা ব্যথার মতো বিষয়গুলিকে একবারেই অবহেলা করে ফেলে রাখবেন না।
হেল্পলাইন নম্বর: ০৩৩৬৬৩৪৬৬৩৪
বিশদে জানতে ভিজ়িট করুন: https://hpghoshhospital.com/
এই প্রতিবেদনটি ‘এইচপি ঘোষ হাসপাতাল’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।