প্রত্যেক শিক্ষার্থীই চায়, নিজেকে আরও বেশি পারদর্শী করে তুলতে, যাতে সে বাস্তব জগতে সমস্ত বাধা অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। একই সঙ্গে যেন একটা ভাল চাকরি পেতে পারে। পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের সর্বভারতীয় ও আন্তর্জাতিক স্তরে লক্ষাধিক চাকরির সুযোগ করে দিচ্ছে বোলপুরের সিকম্ স্কিলস ইউনিভার্সিটি।
বিভিন্ন কর্মমুখী কোর্স করিয়ে, হাতে-কলমে কাজ শিখিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে এক যুগান্তকারী দিশা দেখাচ্ছে ইউজিসি অনুমোদিত এই বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, এগ্রিকালচার, হোটেল ম্যানেজেমেন্ট, ম্যানেজমেন্ট, ল, ফিশারি সায়েন্সের মতো পেশাদারী বিষয়ের পাশাপাশি প্রথাগত শিক্ষাতেও স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়। প্রতিটি কোর্সই আন্তর্জাতিক মানের এবং প্রতিটি কোর্সের শেষেই রয়েছে আকর্ষণীয় কর্মসংস্থানের সুযোগ।
তা ছাড়াও শান্তিনিকেতনের মনোরম পরিবেশে সঙ্গীত ও চারুকলা শিক্ষারও সুন্দর ব্যবস্থা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। এক কথায়, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাশ শিক্ষার্থীদের জন্য সিকম স্কিলস ইউনিভার্সিটি নিয়ে এসেছে বাস্তবিক আধুনিক শিক্ষা।
এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আরও জানতে যোগাযোগ করুন এই নম্বরে - ৭৮৯০৫০২৪৫১
বিশদে জানতে ভিজিট করুন পাশের লিঙ্কে — www.seacomskillsuniversity.org
এই প্রতিবেদনটি ‘সিকম ইউনিভার্সিটি’-র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।