Sister Nivedita University

বসে আঁকো প্রতিযোগিতা এবং নৃত্যনাট্যের মাধ্যমে অনুষ্ঠিত হল ‘সমাগম ২০২৪’

‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পারফরমিং আর্টস বিভাগ’ এবং ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল হুগলি’, একত্রে একটি অনুপ্রেরণাদায়ক আন্তঃ স্কুল বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল, যার সমাপ্তি হয়েছে ‘আলোর পথে’ নামক নৃত্যনাট্যের মাধ্যমে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৭:৩৮
Share:

সমাগম ২০২৪

সৃজনশীলতা, সহযোগিতা এবং তরুণদের স্বপ্ন দেখার উদ্‌যাপনের নাম ‘সমাগম ২০২৪’। ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পারফরমিং আর্টস বিভাগ’ এবং ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল হুগলি’, একত্রে একটি অনুপ্রেরণাদায়ক আন্তঃ স্কুল বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল, যার সমাপ্তি হয়েছে ‘আলোর পথে’ নামক নৃত্যনাট্যের মাধ্যমে।

‘টেকনো ইন্ডিয়া গ্রুপের’ প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর, শ্রী সত্যম রায়চৌধুরী বলেন, “এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সৃজনশীলতা। তুলির প্রতিটি টান এবং নাচের পদক্ষেপ, সহানুভূতি, সমবেদনা এবং উৎসর্গের কথা বলে যা এই শিক্ষার্থীরা তাদের দক্ষতা দিয়ে অনুষ্ঠানে তুলে ধরেছে।”

‘সমাগম ২০২৪’-এর অনুষ্ঠান

মনোমুগ্ধকর গান, অভিব্যক্তিপূর্ণ নৃত্য এবং বিচারবুদ্ধির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন এবং আবেগ দিয়ে মঞ্চকে উজ্জ্বল করে তুলেছিল। তরুণ অভিনেতারা তাদের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছিল, যা প্রতিটি উপস্থাপনার মধ্যেই সহানুভূতির অনুভূতি বহন করেছে। তরুণদের এই প্রচেষ্টা শ্রোতাদেরকেও অনুপ্রাণিত করেছিল। তাঁরা সমবেত করতালির মাধ্যমে ঐক্য এবং আকাঙ্খার চেতনার উদ্‌যাপন করেছিল।

শিক্ষার্থীদের নৃত্যনাট্য পরিবেশনা

এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, সমস্ত অংশগ্রহণকারীদের জানিয়েছেন তাঁর আন্তরিক শুভেচ্ছা। টেকনো ইন্ডিয়া গ্রুপের জোনাকি মুখোপাধ্যায় এই অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে অনুষ্ঠিত করেছিলেন, যা সকলের জন্য একটি অবিস্মরণীয় মুহূর্তের সৃষ্টি করেছিল। মাননীয় অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক দেবাশীষ মণ্ডল, প্রদীপ্ত চট্টোপাধ্যায় ও দেবায়ন দত্ত।

এই প্রতিবেদনটি ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন