উদ্বোধনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত
আধুনিক রোবোটিক প্রযুক্তির মাধ্যমে অর্থোপেডিক চিকিৎসায় এক যুগান্তকারী পদক্ষেপ করল টেকনো ইন্ডিয়া ডামা হেলথকেয়ার অ্যান্ড মেডিকেল সেন্টার। টেকনো ইন্ডিয়া গ্রুপের অধীনে ৩২০টি শয্যাবিশিষ্ট সুপার স্পেশ্যালিটি টার্শিয়ারি কেয়ার হাসপাতাল চালু করেছে উন্নত রোবোটিক প্রযুক্তি। এই অভিনব উদ্যোগ বিশেষত যাঁরা হাঁটুর সমস্যায় ভুগছেন, তাঁদের জন্যে আরও নির্ভুল ও নিরাপদ চিকিৎসার সুযোগ করে দেবে।
সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন, মানসী রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের চিফ ইনোভেশন অফিসার মেঘদূত রায়চৌধুরী এবং টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সৌরভ ঘোষ। এ ছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন অর্থোপেডিক সার্জন চিকিৎসক রাজীব রমন ও চিকিৎসক গৌতম গুপ্ত এবং ‘জয়েন্টস ও ভেলিস’-এর প্রতিনিধি রাম মোহন (জেনারেল ম্যানেজার, পূর্ব ও উত্তর) এবং রৌনক নায়েম (এরিয়া সেলস ম্যানেজার)।
টেকনো ইন্ডিয়া ডামা-র এই ‘ভেলিস ডিজিটাল সার্জারি’ প্রযুক্তি ‘জনসন অ্যান্ড জনসন মেডটেক’-এর তৈরি এক উন্নত রোবোটিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে পূর্ব ভারতে প্রথম এই প্রযুক্তি অর্থোপেডিক পরিষেবায় নিজেদের অন্তর্ভুক্ত করেছে এই প্রতিষ্ঠান। এ ছাড়াও এই প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স ব্যবহার করে অস্ত্রোপ্রচারের প্রক্রিয়াকে উন্নত করেছে, যা চিকিৎসায় জটিলতা কমাতে, নির্ভুলতা বাড়াতে এবং রোগীদের আরও ভাল পরিষেবা দিতে সক্ষম হয়েছে।
‘ভেলিস ডিজিটাল সার্জারি’র সুবিধা:
অপারেশনের সময় কমানো: উন্নত প্রযুক্তির সাহায্যে প্রতিদিন ৬টি থেকে ৮টি অস্ত্রোপচার করা সম্ভব।
রেডিয়েশন এক্সপোজ়ার কমানো: অপারেশনের সময়ে ‘সিটি স্ক্যান’ বা ‘এমআরআই’-এর প্রয়োজনীয়তা কমিয়ে রোগীদের রেডিয়েশন ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে।
নির্ভুলতা বৃদ্ধি: ডিজিটাল প্ল্যানিং অস্ত্রোপচারের ক্ষেত্রে কার্যকারিতা ও নির্ভুলতা বাড়িয়ে তোলে।
রোগীকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে: উন্নত প্রযুক্তির ফলে নরম টিস্যুগুলির ক্ষতি কম হয়, যা রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সহায়ক।
জটিলতার ঝুঁকি কমানো: রক্তক্ষরণ এবং হাড়ের ক্ষতি কমিয়ে রোগীকে নিরাপদ চিকিৎসা প্রদান করে।
অনুষ্ঠানে টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন অধ্যাপক মানসী রায়চৌধুরী বলেন, “টেকনো ইন্ডিয়া গ্রুপে আমরা উদ্ভাবন এবং সহানুভূতিকে একত্রিত করে স্বাস্থ্যসেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই রোবোটিক প্রযুক্তি আমাদের রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদানে একটি মাইলফলক। প্রযুক্তি এবং দক্ষতার সমন্বয়ে আমরা এমন একটি ভবিষ্যৎ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে উন্নত চিকিৎসা সবার নাগালের মধ্যে থাকবে।”
টেকনো ইন্ডিয়া গ্রুপের চিফ ইনোভেশন অফিসার মেঘদূত রায়চৌধুরীর কথায়, “জনসন অ্যান্ড জনসন মেডটেক-এর সঙ্গে এই অংশীদারি আমাদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদান প্রতিশ্রুতির একটি উদাহরণ। পূর্ব ভারতে আমরা এই প্রযুক্তি প্রয়োগ করে অর্থোপেডিক চিকিৎসায় নতুন মাইলফলক স্থাপন করতে চাইছি।”
টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সৌরভ ঘোষ বলেন, “ভেলিস ডিজিটাল সার্জারি আমাদের রোগীদের উচ্চমানের চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্দেশ্যকে বাস্তবায়িত করে তুলবে। এই প্রযুক্তি শল্য চিকিৎসার নির্ভুলতাকে বাড়িয়ে, উন্নত চিকিৎসার ক্ষেত্রে রোগীদের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলবে।”
‘টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল’-এর এই রোবোটিক প্রযুক্তি পূর্ব ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে নতুন যুগের সূচনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের সাহায্যে উন্নত, রোগীকেন্দ্রিক চিকিৎসা নিশ্চিত করে চিকিৎসা ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনা করছে ‘টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল’।
এই প্রতিবেদনটি ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।