HP Ghosh Hospital

অর্থোপেডিকের উন্নত চিকিৎসা নিয়ে সবিস্তার আলোচনায় এইচ পি ঘোষ হাসপাতালের চিকিৎসক সুদীপ্ত বন্দোপাধ্যায়

কলকাতায় অস্থিচিকিৎসা সংক্রান্ত বিভিন্ন আধুনিক পদ্ধতিকে এক ছাদের নীচে নিয়ে এসেছে সল্টলেকের এইচ পি ঘোষ হাসপাতাল।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৪ ১৭:৫২
Share:

প্রতীকী চিত্র

সাম্প্রতিক কালের চিকিৎসাবিদ্যায় অর্থোপেডিক বিভাগে অনেক উন্নত পদ্ধতি এসেছে। যার দরুণ উপকৃত হয়েছেন বহু মানুষ। কলকাতায় অস্থিচিকিৎসা সংক্রান্ত বিভিন্ন আধুনিক পদ্ধতিকে এক ছাদের নীচে নিয়ে এসেছে সল্টলেকের এইচ পি ঘোষ হাসপাতাল। এখানে অর্থোপেডিক বিষয়ক সব রকম চিকিৎসার সুবন্দোবস্ত রয়েছে।

সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এইচ পি ঘোষ হাসপাতালের কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন চিকিৎসক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “এইচ পি ঘোষ হাসপাতালে জয়েন্ট রিপ্লেসমেন্ট, যে কোনও ধরনের কমপ্লেক্স ট্রমা এবং ফ্র্যাকচারের মতো চিকিৎসার সুবন্দোবস্ত রয়েছে। এখানে খুব সুন্দর ও সুচারু ভাবে অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছে। সঙ্গে বিভিন্ন বিভাগের জন্যে রয়েছেন দক্ষ ও পেশাদার চিকিৎসকেরা।’’

চিকিৎসক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এইচ পি ঘোষ হাসপাতালে অত্যন্ত যত্ন সহকারে রোগীদের চিকিৎসা করানো হয়। বর্তমান সময়ের নিরিখে হাড় এবং জয়েন্টের সমস্যায় আট থেকে আশি সকলেই ভুগছেন। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে ঘাড়, কোমর এবং পিঠের ব্যথার সমস্যা এখন অনেকাংশে বেড়ে গিয়েছে। সারা দিন একটানা ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইলে কাজ করার ফলে এই ধরনের সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে। এই ধরনের সমস্যায় সময় মতো চিকিৎসা না করানো হলে ভবিষ্যতে আরও বড় ধরনের রোগ দেখা দিতে পারে। এই ক্ষেত্রে এইচ পি ঘোষ হাসপাতাল খুবই সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে।’’

এ ছাড়াও চিকিৎসক বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, “বয়স্কদের ক্ষেত্রে অর্থোপেডিকের যে সব ব্যথা তাঁদের শয্যাশায়ী করে বা প্রতিদিনের কাজকর্মকে ব্যাহত করে, সেই সকল সমস্যার নিরাময়ে এইচ পি ঘোষ হাসপাতালে জয়েন্ট রিপ্লেসমেন্টের সুবন্দোবস্ত আছে।’’

এই প্রতিবেদনটি ‘এইচ পি ঘোষ হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন