চিত্র: সংগৃহীত
চানাচুর মানেই বাঙালির মুখে মুখে ফেরে ‘মুখরোচক’-এর নাম। ঐতিহ্য ও আধুনিকতার মিশেল এই ব্র্যান্ড সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই বছর ৭৫ বছর পূর্তিতে ‘মুখরোচক’, ২৫ জানুয়ারি পালন করল তাদের বহু প্রতীক্ষিত প্ল্যাটিনাম জয়ন্তীর অনুষ্ঠান। গোবিন্দপুর, লাঙলবেড়িয়ায় সংস্থার বাগানবাড়িতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উল্লেখযোগ্য, ৭৫ বছর উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের সহযোগিতায় ‘মাই স্ট্যাম্প’-এর সঙ্গে একটি বিশেষ খামের আনুষ্ঠানিক উদ্বোধনও করেছে ‘মুখরোচক’।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ডাক বিভাগের অধিকর্তা হাম্মাদ জাফর, ‘মুখরোচক’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, বিশিষ্ট গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেডিও জকি এবং বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটার মীর আফসার আলী, ‘মুখরোচক’-এর স্রষ্টা প্রণব চন্দ্র, বিজ়নেস হেড প্রতীক চন্দ্র এবং সিইও সঙ্গীতা চক্রবর্তী।
প্রায় সাড়ে সাত দশকের এই সফরে ‘মুখরোচক’ তার গুণমান, স্বাস্থ্য এবং গ্রাহক সন্তুষ্টিতে বাংলা তথা ভারত, এমনকি বিদেশেও জায়গা করে নিয়েছে। প্রতি বছরের মতো এ বারও অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মীর, দু'টি গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।
ছিল আরও চমক! এই প্ল্যাটিনাম জয়ন্তীর মঞ্চেই যাত্রা শুরু করল ‘মুখরোচক’ -এর নতুন প্রোডাক্ট ‘ইনস্ট্যান্ট ভেলপুরি’। এই ‘রেডি-টু-মিক্স ভেলপুরি’ এমন ভাবে বানানো হয়েছে, যা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বাংলার স্ট্রিট স্ন্যাকসের খাঁটি স্বাদ মনে করিয়ে দেবে।
ব্র্যান্ড অ্যাম্বাসাডর কোয়েল মল্লিকের কথায়, “মুখরোচকের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের অংশ হতে পারা আমার কাছে অত্যন্ত সম্মানের। আগেই বলেছি, মুখরোচক আমার কাছে শুধু একটি ব্র্যান্ড নয়, এটি আমার কাছে শৈশবের নস্টালজিয়া এবং বাংলার গর্ব।”
মুখরোচকের স্রষ্টা প্রণব চন্দ্র বলেন, “৭৫ বছরেরও বেশি সময় ধরে এই যাত্রাপথ সফল করেছে আমাদের আবেগ, নিষ্ঠা এবং গুণমানের প্রতি আমাদের অঙ্গীকার। ‘মাই স্ট্যাম্প’-এর সঙ্গে এই বিশেষ কভার উদ্বোধনের উদ্দেশ্য হল আমাদের পূর্বপুরুষদের এবং মূল্যবান গ্রাহকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, যাঁদের ভালবাসা এবং বিশ্বাস আমাদের চালিকা শক্তি। ‘ইনস্ট্যান্ট ভেলপুরি’ ঘোষণার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য আর একটি আনন্দদায়ক অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে খুবই খুশি।”